রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রমজানে দ্রব্যমূল্য

আগে থেকেই সিন্ডিকেট ভাঙুন

দ্রব্যমূল্য সিন্ডিকেটের কাছে আসন্ন রমজানে জিম্মি হয়ে উঠতে পারে সাধারণ ভোক্তা। ইতোমধ্যে অসৎ ব্যবসায়ীদের নৈতিকতাবিবর্জিত সিন্ডিকেট সিয়াম সাধনার রমজানকে বাড়তি মুনাফা অর্জনের মাস হিসেবে বেছে নিয়ে মূল্যবৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিকারমূলক পদক্ষেপ এখনই না নিলে সিন্ডিকেটের কাছে আবারও নাজেহাল হতে হবে ভোক্তাদের। তাই অবৈধ মজুতদারের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর কোনো বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রমজানের আগে সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে। এবার রমজান উপলক্ষে খাদ্য মজুত যথেষ্ট রয়েছে। ভারত দীর্ঘদিন যাবৎ পিঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল। ভারতের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা হয়েছে। রমজানের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পিঁয়াজ রপ্তানি করবে। ভারত থেকে শিগগিরই ২০ হাজার মেট্রিক টন পিঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। আগে যে শুল্ক ছিল এখন তা অনেক কমিয়ে আনা হবে। এ ছাড়া ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ পণ্যসামগ্রী আসছে। ভোক্তাদের অভিযোগ, রমজান সামনে রেখে ইতোমধ্যে ওই সময়ের প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। গরুর মাংসের দাম ৮০০ থেকে ৬০০ টাকায় নেমে গেলেও হঠাৎ কেজিপ্রতি ১০০ বেড়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যস্বত্বভোগীরা বাড়তি মুনাফা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদের কারণেই ভর মৌসুমে সবজির দাম গত কয়েক বছরের চেয়ে ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। পিঁয়াজের দাম অন্য যে কোনো বছরের চেয়ে এ সময়ে চার গুণ বেশি। পিঁয়াজের মতো ধানের ভর মৌসুমে চালের দাম বৃদ্ধি পেয়েছে। লোভের লকলকে জিব সংবরণে সরকারকে মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর হতে হবে। নিজেদের সুনামের স্বার্থেই সিন্ডিকেট ভাঙতে হবে।

সর্বশেষ খবর