সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্থানীয় সরকার নির্বাচন

নির্দলীয় বৈশিষ্ট্য ফিরিয়ে আনুন

সংসদ নির্বাচনের পর শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের তোড়জোড়। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন। ঢাকা দক্ষিণ সিটির ১১ নম্বর আসন এবং বরিশাল সিটি করপোরেশনের ৮ ও ২২ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর পদেও নির্বাচন হবে একই দিনে। রোজার পর পর্যায়ক্রমে দেশজুড়ে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। সিটি নির্বাচন এবং উপনির্বাচনের প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে জোরেশোরে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা শাখা ১ ফেব্রুয়ারির মধ্যে ভোট কেন্দ্র প্রস্তুতের জন্য নির্দেশনা পাঠিয়েছে। নির্বাচন কমিশন এ বছর যে উপজেলা নির্বাচনের আয়োজন করছে তা অনুষ্ঠিত হবে নির্দলীয় ভিত্তিতে। অর্থাৎ রাজনৈতিক দলের প্রতীক নির্বাচন প্রার্থীরা ব্যবহার করতে পারবেন না। আশা করা যায় সরকার ও নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের ফলে নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হবে। রাজনৈতিক পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত কৃতিত্ব প্রাধান্য পাবে। স্থানীয় সরকারকে বলা হয় তৃণমূল পর্যায়ের মানুষের সরকার। যে সরকারের সঙ্গে সাধারণ মানুষের আত্মিক সম্পর্ক থাকে। রাজনৈতিক বা অরাজনৈতিক যেভাবেই স্থানীয় সরকার নির্বাচন হোক না কেন, ভোটাররা প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক বা যোগাযোগকে বেশি গুরুত্ব দেন। স্থানীয় সরকার নির্বাচনে দলগতভাবে প্রতিদ্বন্দ্বিতা বা দলীয় প্রতীক ব্যবহারে প্রার্থীর রাজনৈতিক পরিচয় প্রাধান্য পায়। দলের স্থানীয় পর্যায়েও কোন্দল ছড়িয়ে পড়ে। আমরা আশা করব শুধু আগামী উপজেলা নির্বাচন নয়, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন বা জেলা পরিষদ পর্যন্ত সব নির্বাচন অরাজনৈতিকভাবে অনুষ্ঠানের বিষয়ে ভাবা হবে। স্থানীয় সরকারকে সব ধরনের দলাদলির ঊর্ধ্বে রাখলে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এমন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ সমাজকর্মীরা স্থানীয় নির্বাচনে দাঁড়াতে উৎসাহী হবেন। স্থানীয় সরকারের নির্দলীয় বৈশিষ্ট্য ফিরিয়ে আনলে তৃণমূল পর্যায়ের আশা-আকাক্সক্ষা পূরণ হবে।

সর্বশেষ খবর