বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দ্বাদশ থেকে দশম

দুর্নীতির সূচকে অবনতি কাম্য নয়

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের এ যাবৎকালের প্রতিটি সরকারের লক্ষ্যমাত্রা হিসেবে ঘোষিত হয়েছে বেশ জোরেশোরে। তারপরও দুর্নীতি নামের নোংরা ভূতের ছোবল থেকে মুক্তি পাচ্ছে না দেশের মানুষ। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব শিরোপা অর্জন করেছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কিছুটা হলেও চেষ্টা চলেছে সেই নোংরা নর্দমা থেকে উঠে আসার। প্রথম স্থান থেকে ২০২২ সালে দ্বাদশ স্থানে পৌঁছে বাংলাদেশ। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় বাংলাদেশ এখন দুর্নীতিতে বিশ্বে দশম। ২০২৩ সালে দুই ধাপ অবনতি হয়েছে অবস্থানের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের  দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। ২০২২ সালের তথ্যের ভিত্তিতে প্রণীত দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম ও স্কোর ছিল ২৫। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ২০২২-এর তুলনায় এক পয়েন্ট কমে ২৪। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে। নিম্নক্রম অনুযায়ী অবস্থানের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে দশম এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী ১৪৯তম। স্কোর ও অবস্থানের এই অবনমন প্রমাণ করে, দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অঙ্গীকার ও ‘শূন্য সহনশীলতার’ ঘোষণা কার্যকরভাবে প্রয়োগ হয়নি। আইনের যথাযথ প্রয়োগের অভাবে বিদায়ী ২০২৩ সালে আগের বছরের চেয়ে দুর্নীতিবাজরা আরও অপ্রতিরোধ্য হয়েছে। এই নোংরা দৈত্যের কারণেই কাক্সিক্ষত অগ্রগতি থেকে বঞ্চিত হচ্ছে দেশ। বাড়ছে ধনী-গরিবের বৈষম্য। ক্ষুধা ও দারিদ্র্যের অভিশাপ থেকে দেশ রেহাই পাচ্ছে না। দুর্নীতির লজ্জা ঝেড়ে ফেলতে হলে শুধু গালভরা প্রতিশ্রুতি নয়, তার বাস্তবায়নেও দৃঢ় সংকল্পবাজ হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর