সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চিকিৎসায় অব্যবস্থা

সক্রিয় হতে হবে মন্ত্রণালয়কে

চিকিৎসা খাত আর অব্যবস্থা যেন একে অপরের সঙ্গী। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তিন দফা মেয়াদ বাড়ানো হয়েছে নির্মাণ প্রকল্পের। আগামী জুনে কাজ শেষ করার কথা থাকলেও এখনো ছোটখাটো অনেক কাজ শেষ হতে বাকি। নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন কম নয়। লাশবাহী গাড়ির অনুমোদন নিয়ে তুঘলকি নিয়মে কেনা হয়েছে মাইক্রোবাস। জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল দেড় কোটি টাকার অ্যাম্বুলেন্স। আইসিইউ সুবিধার এই বিশেষায়িত অ্যাম্বুলেন্সটি দুই বছর ধরে হাসপাতাল চত্বরের একটি ছাউনিতে পড়ে আছে। কাজে না লাগিয়ে ফেলে রাখা এ অ্যাম্বুলেন্সটির আয়ুষ্কাল নষ্ট হচ্ছে অব্যবহৃত অবস্থায়। স্মর্তব্য, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় দুই দেশের বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশকে ১০৯টি আইসিইউ সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি। ২০২১ সালের ডিসেম্বরেই জামালপুর জেনারেল হাসপাতালে দেওয়া হয় উপহারের একটি অ্যাম্বুলেন্স। কিন্তু সেটি ব্যবহার না করে ফেলে রাখা হয়েছে রহস্যজনকভাবে। চিকিৎসায় অব্যবস্থার কারণে এমনিতেই সারা দেশের রোগীরা রাজধানীমুখী হতে বাধ্য হন। আর যারা দেশের চিকিৎসাব্যবস্থায় আস্থা রাখতে পারেন না তারা ছোটেন বিদেশে। বৈদেশিক মুদ্রার সংকটে ভোগার সময়েও বিদেশে চিকিৎসার জন্য প্রতিদিনই যাচ্ছে শত শত মানুষ। দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে এমনিতেই অ্যাম্বুলেন্সের অভাব প্রকট। আইসিইউসংবলিত অ্যাম্বুলেন্সের অভাবে মানুষ ভোগান্তিতে ভুগছে প্রতিটি জেলায়। সে ক্ষেত্রে জামালপুর জেনারেল হাসপাতালে উপহার হিসেবে পাওয়া আইসিইউসংবলিত অ্যাম্বুলেন্সটি ফেলে রাখা দুর্ভাগ্যজনক। আমরা আশা করব চিকিৎসা খাতে যুগের পর যুগ ধরে যে অব্যবস্থা-অনিয়ম চলছে তার অবসানে সরকার সক্রিয় হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জনবান্ধব মন্ত্রণালয় হিসেবে সাজানো হবে।

সর্বশেষ খবর