মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ক্যাম্পাসে ধর্ষণ

অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। এ অপকর্মে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মশাল মিছিলে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ধর্ষণের এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের সাগর সিদ্দিকী ও হাসানুজ্জামান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান। আদালতের নির্দেশে তাদের তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অভিযুক্ত মোস্তাফিজকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। হাসানুজ্জামান ও মোস্তাফিজুর রহমানকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ও সনদ স্থগিত এবং মুরাদ হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এ ছাড়া সাগর সিদ্দিকী ও সাব্বির হাসান সাগরকে সাময়িক বহিষ্কার, সনদ প্রদান স্থগিত করা হয়েছে। জাবি ক্যাম্পাসের এ ঘৃণ্য ঘটনায় জড়িত মামুনুর রশীদ নির্যাতনের শিকার দম্পতির সঙ্গে একই বাসায় থাকতেন। শনিবার মামুন ভুক্তভোগী নারীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হলে ডেকে আনেন। তাকে এ ব্লকের একটি কক্ষে জিম্মি করে রাখা হয়। পরে মামুন বাসায় রেখে আসা তার জিনিসপত্র জিম্মির স্ত্রীকে দিয়ে হলে নিয়ে আসতে বাধ্য করেন। মামুন তার জিনিসপত্র বুঝে নেন এবং বলেন তার স্বামী জঙ্গলের দিকের গেট দিয়ে আসছেন। ভুক্তভোগী নারীকে মামুন ও মোস্তাফিজ জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। অন্য অভিযুক্তরা তাদের সহযোগিতা করে জিম্মি করা, আটক রাখা এবং ধর্ষণের ঘটনায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণমুক্ত ক্যাম্পাসের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছে তা খুবই যৌক্তিক। আমরা আশা করব সব অপরাধীকে গ্রেফতার এবং ছাত্রত্ব বাতিলসহ দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা হবে।

সর্বশেষ খবর