বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অপরাধ প্রবণতা

আইন প্রয়োগকারীদের কঠোর হতে হবে

দেশে নৃশংস অপরাধের সংখ্যা বাড়ছে। সামাজিক অস্থিরতার পরিণতিতে বাড়ছে অসহিষ্ণুতা। ঘটছে একের এক অপরাধ। ফেনীর পরশুরামে হাত-মুখ-পা বাঁধা অবস্থায় উম্মে সালমা লামিয়া (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লামিয়া পরশুরাম পৌরসভার কলাবাগান এলাকার নুরুন্নবীর মেয়ে। মাথায় হেলমেট পরা দুই যুবক লামিয়াকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তার বড় বোন পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিলে প্রাণে রক্ষা পায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের এক দিন পর বাড়ির পাশের মরিচ খেত থেকে ওমর আলী নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় ধারালো দা উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর পক্ষে গণসংযোগকালে সন্ত্রাসী হামলায় রাশেদ হাওলাদার নামে এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। হামলাকালে রাশেদকে কুপিয়ে আহত করা ছাড়াও পিটিয়ে তার বাম পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাত ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পারিবারিক সামাজিক ও রাজনৈতিক বিরোধের সূত্র ধরে যে নৃশংস প্রবণতা থাবা বিস্তার করছে তাতে শিশুরাও যে রক্ষা পাচ্ছে না ফেনীর পরশুরামের ঘটনা তারই প্রমাণ। ওই শিশুর বাবা নূরন্নবী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্যত্র বসবাস করছিলেন। তার প্রথম স্ত্রীর অভিযোগ তার কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে নূরুন্নবীর দ্বিতীয় স্ত্রীর লোকেরা। রাজনৈতিক কারণে হানাহানি সাম্প্রতিক সময়ের এক উদ্বেগজনক প্রবণতা। আগামী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে রোজার পরেই। নির্বাচনে ক্ষমতাসীন দলের দলীয় প্রতীক নিয়ে কেউ নির্বাচন করতে পারবে না। এ জন্য একই দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কিন্তু এ জন্য একই দলের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংঘাতের যে আশঙ্কা সৃষ্টি হয়েছে তা উদ্বেগজনক। এ বিষয়ে আইন প্রয়োগকারীদের কঠিন হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর