রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মানসিক রোগ

সব ক্ষেত্রে চাই আশাবাদের পরিবেশ

দেশে মানসিক রোগের বিস্তার ঘটছে আশঙ্কাজনক হারে। পরিণতিতে ঘটছে আত্মহত্যার মতো ঘটনা। বিশেষজ্ঞদের মতে, নানা কারণে হতাশা সমাজের সর্বস্তরে দানা বাঁধছে। পারিবারিক ও সামাজিক জীবনের জটিলতা মানুষের মনোরাজ্যে সৃষ্টি করছে অপ্রত্যাশিত যন্ত্রণা। যার ফলে বিষণœতা ও অবসাদে আক্রান্ত হচ্ছে মানুষ। সমাজমাধ্যম তথা ইন্টারনেট আসক্তি অনেককেই মানসিক রোগী করে তুলছে। পারিবারিক, সামাজিক ও পেশাগত বঞ্চনার পাশাপাশি পরশ্রীকাতরতা মানুষের মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে। সংঘাত-হানাহানিতে জড়িয়ে পড়ছে অনেকে। সর্বশেষ জাতীয় জরিপে দেখা যায়, দেশে প্রায় ১ কোটি ৭৭ লাখ মানুষ মানসিক সমস্যায় ভুগছে। করোনা মহামারির বিরূপ প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। এ সংকটে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। ২০০৫ সালে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ৭ কোটি ৬৫ লাখ ২৬ হাজার ৯৯৫। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ-২০০৩-০৫-এর তথ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক নাগরিকের ১৬ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। সে হিসেবে ওই সময়ে দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে মানসিক রোগে আক্রান্ত ছিল প্রায় ১ কোটি ২২ লাখ ৪৪ হাজার ৩১৯ জন। এরপর সর্বশেষ ২০১৮-১৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ পরিচালিত হয়। ওই সময় দেশে প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ১০৫। জরিপে প্রাপ্তবয়স্ক নাগরিকের ১৭ শতাংশ মানসিক রোগে আক্রান্ত। সে হিসেবে মানসিক রোগে আক্রান্ত প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪ হাজার ১৫৭ জন। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসকের পরামর্শ কিংবা সেবা নেয় না। মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অস্থিরতার কারণে। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রত্যাশার সঙ্গে বাস্তব অবস্থার পার্থক্য নাগরিকদের মনোজগতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এটি জাতির জন্য অশনিসংকেত। এ সমস্যার সমাধানে সব ক্ষেত্রে আশাবাদের পরিবেশ সৃষ্টিতে যত্নবান হতে হবে সর্বস্তরের সবাইকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর