শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্বাস্থ্য খাতই অসুস্থ

সরকারকে কঠোর হতে হবে

স্বাস্থ্য খাতের স্বাস্থ্যই ভেঙে পড়েছে অব্যবস্থাপনা আর যেভাবেই হোক মুনাফা লোটা মনোভাবের কারণে। নামিদামি ফাইভ স্টার হাসপাতালে গিয়েও জলজ্যান্ত মানুষ লাশ হয়ে ফিরছে। ৩১ ডিসেম্বর খতনা করাতে পাঁচ বছরের শিশু আয়ানকে নিয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বাবা-মা। অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার। সাত দিন পর ছেলের লাশ নিয়ে ফিরতে হয় বাড়ি। এ ঘটনায় দেশজুড়ে সৃষ্ট তোলপাড়ের মধ্যেই মঙ্গলবার জে এস মেডিকেল চেকআপ সেন্টারে খতনা করাতে গিয়ে শিশু আহনাফ তাহমিদ মারা গেছে। অভিযোগ অভিন্ন, অ্যানেসথেসিয়ায় অবহেলা। আগের দিন সোমবার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এন্ডোসকপি করতে গিয়ে ৩২ বছরের যুবকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট না দেখে অ্যানেসথেসিয়া দেওয়ার অভিযোগ করে পরিবার। অন্যদিকে ইবনে সিনা হাসপাতালে ওয়ার্ডবয়ের বিরুদ্ধে উঠেছে রুশ কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ। ধারাবাহিক এসব ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বাস্থ্যসেবা খাত। ফাইভ স্টার হাসপাতাল, সাধারণ ক্লিনিক কোনোটাই বাদ যাচ্ছে না অভিযোগের তালিকা থেকে। চিকিৎসায় অবহেলাজনিত বিষয়ে অভিযোগ করার একমাত্র সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি। ২০১০ সালের ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ভুল চিকিৎসা ও চিকিৎসার অবহেলায় ২৮০টির মতো অভিযোগ জমা পড়েছে সেখানে। এর মাত্র ৪০টি নিষ্পত্তি হয়েছে। গড়ে ৮৫ শতাংশ অভিযোগ থেকে যাচ্ছে নিষ্পত্তির বাইরে। চিকিৎসায় অবহেলা নিয়ে তদন্ত কমিটি হলেও কমিটির রিপোর্টে থাকছে শুভংকরের ফাঁকি। আয়ানের মৃত্যুর ঘটনা নিয়ে গঠিত মেডিকেল রিপোর্ট যে কারণে উচ্চ আদালতে গ্রহণযোগ্য হয়নি। তারা বিষয়টি পুনঃতদন্তে কমিটি গঠন করে দিয়েছেন। দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থা চলছে বছরের পর বছর ধরে। বোদ্ধাজনদের মতে, স্বাস্থ্য খাতে বরাদ্দ এবং অন্যান্য সুযোগসুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশ হয়ে উঠত এ অঞ্চলের কিউবা। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনায় চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে মানুষ। দেশবাসীর আস্থা ফেরাতে এ বিষয়ে সরকারকে কঠোর হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর