বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাস্তা খোঁড়াখুঁড়ি

উন্নয়ন কাজে সমন্বয় দরকার

রাজধানীর দুই সিটি করপোরেশনের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের অভাবে বছরজুড়েই চলে সড়ক খোঁড়াখুঁড়ি। অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। রাজধানীতে এখন কোথাও ড্রেনেজব্যবস্থা ঠিক করতে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি। কোথাও আবার স্যুয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা রাস্তা কাটছে। আবার কোথাও বিদ্যুতের লাইন ও ইন্টারনেট ক্যাবল মাটির নিচে নিতে রাস্তা কাটছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আবার কোথাও দুই থেকে তিন মাস রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে। এভাবে চলছে বিভিন্ন সংস্থার ভাঙাগড়ার খেলা। রাজধানীর উত্তর বাড্ডা এলাকার গোপিপাড়া সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। এক মাস হতে চললেও ড্রেনেজ সংস্কারের কাজ এখনো শেষ হয়নি। এ সড়কটি বনানী লেক সড়ক ও রামপুরা-বাড্ডা সড়কের সঙ্গে সংযোজিত। দীর্ঘদিন ধরে সড়ক কেটে রাখার ফলে পরিবহন চলাচলে যেমন ভোগান্তি হচ্ছে তেমনি মানুষ চলাচলেও। কাছাকাছি এলাকায় এত সড়কে একসঙ্গে খোঁড়াখুঁড়ির কারণে বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া মধুবাগ এলাকার ওলন রোডসহ কয়েকটি সড়কে চলছে খোঁড়াখুঁড়ির কাজ। মিরপুর দারুস সালামের গোলারটেক এলাকায় ড্রেনেজ সংস্কারের জন্য খুঁড়ে রাখা হয়েছে সড়কটি। এ সড়কটির মাঝখানে খনন করা হলেও দুই পাশে পুরনো ভাঙা পাইপগুলো রেখে দেওয়া হয়েছে। এতে সড়কটি দিয়ে কোনো পরিবহন যাতায়াত করতে পারছে না। আর এ এলাকার বাসিন্দারাও হেঁটে ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে চলাচল করছে। একই চিত্র দেখা যায় লালমাটিয়ায়। সেখানে নতুন করে পয়ঃনিষ্কাশন লাইন বসানোর কাজ চলছে। ড্রেনেজ লাইনের কাজের জন্য ভুগতে হচ্ছে এলাকাবাসীকে। তেজগাঁওয়ের মণিপুরী পাড়ায়ও চলছে দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ির কাজ। সমন্বয়ের অভাবে একই রাস্তা বারবার কেটে টাকার শ্রাদ্ধ করা হচ্ছে। বাড়ছে নাগরিকদের ভোগান্তি। এ ব্যাপারে দুই সিটির কর্তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙুক এমনটিই প্রত্যাশিত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর