শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মানবসৃষ্ট দুর্যোগ

জনসচেতনতা গড়ে তুলতে হবে

বাংলাদেশকে বলা হতো প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো লেগেই থাকত এ দেশে। এ অবস্থার ইতি ঘটেছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নেওয়ার কারণে। তবে কালের বিবর্তনে উন্নয়ন ও অগ্রগতির অনুষঙ্গ হিসেবে মানবসৃষ্ট দুর্যোগ বাড়ছে। রাজধানীর বেইলি রোডের অগ্নিকান্ড প্রমাণ করেছে এ ক্ষেত্রে আমরা কতটা অসহায়। বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোলটেবিল বৈঠকে বলা হয়, দুর্যোগ মোকাবিলায় সক্ষম না হলে টেকসই উন্নয়ন হয় না। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক এগিয়েছে। পূর্বপ্রস্তুতির কারণে ঘূর্ণিঝড়ে মৃত্যু ১০ লাখ থেকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা গেছে। তবে দেশে এখন প্রাকৃতিক দুর্যোগের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগে। আর মানবসৃষ্ট দুর্যোগের পূর্বাভাসও দেওয়া যায় না। এটাকে কমাতে পারলে দেশে দুর্যোগের মাত্রা একধাপ কমে আসবে। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। দুর্যোগ-পরবর্তী উদ্ধার কাজের জন্য ড্রোনসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করতে হবে। বাংলাদেশ পৃথিবীর সপ্তম দুর্যোগপ্রবণ দেশ। বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে চলেছে। ’৭০ সালের ঘূর্ণিঝড়ে ১০ লাখ ও ’৯১ সালের ঘূর্ণিঝড়ে প্রায় ২ লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। কিন্তু ২০২৩ সালের ঘূর্ণিঝড় মোখায় মৃত্যু শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকার দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তা প্রচার, দুর্যোগ ব্যবস্থাপনাকে স্থানীয়করণ, দুর্যোগসহনীয় বাসগৃহ নির্মাণ, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ, মুজিব কেল্লা নির্মাণ করায় এখন ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা গেছে। এখন দুর্যোগ মোকাবিলায় আধুনিক টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। ২৪ তলা উঁচু ভবন থেকে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে দুর্যোগ-পরবর্তী ক্ষতি কমিয়ে আনা যায়। তবে সমস্যা এখন মানবসৃষ্ট দুর্যোগ। এটার কোনো পূর্বাভাস দেওয়া যায় না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। মানবসৃষ্ট দুর্যোগ রোধে ভবন নির্মাণ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আইন মেনে চলতে হবে। বিশেষত আগুনের ঝুঁকিহীন পরিবেশ নিশ্চিত করতে গড়ে তুলতে হবে জনসচেতনতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর