রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

শিক্ষা ছুটির মচ্ছব

দেশে না ফেরা অহরহ ঘটছে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের একাংশ ছুটির অবাধ স্বাধীনতা ভোগ করছে। এদিক থেকে সবচেয়ে এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২ হাজার ৪৪১ জন শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ৩৫৫ জন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্তত ৪৯ জন শিক্ষক অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। শিক্ষকদের সিংহভাগই ছুটি নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের মধ্যে নগণ্য সংখ্যক দেশে রয়েছেন। উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ছুটি নিলেও অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ শেষে দেশে ফিরছেন না। শিক্ষাবিদদের মতে, দেশে উচ্চশিক্ষার ডিগ্রি নেওয়া যায় তেমন সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সীমিত করা উচিত। কারণ শিক্ষক সুলভ নৈতিকতার ব্যত্যয় ঘটিয়ে অনেকেই দেশে ফেরেন না। ঢাবিতে কর্তব্যরত শিক্ষক ১ হাজার ৪২৩ জন। আর শিক্ষা ছুটিতে ৩৫৫ জন। জগন্নাথের ১৩১ জন শিক্ষক ছুটিতে গেছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষকই ছুটিতে। কর্তব্যরত ২৮৭ আর শিক্ষা ছুটিতে ১২৬ জন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছুটিতে ১০২ জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৭২ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১৬ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭৭ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১৫ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৯৮ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। এদের অধিকাংশ শিক্ষা ছুটিতে থাকলেও উচ্চতর শিক্ষা শেষে কতজন দেশে ফিরবেন তা একটি বড় মাপের প্রশ্ন। শিক্ষার্থীদের শিক্ষা দেন যারা সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের একাংশের দায়বোধহীন ভূমিকা এবং নৈতিকতার ব্যত্যয় দুর্ভাগ্যজনক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে সক্রিয় হতে হবে এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর