শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ওয়ানডেতে শ্রীলঙ্কা বধ

টাইগারদের অভিনন্দন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের কাক্সিক্ষত এই জয় এসেছে বল হাতে পেসারদের দাপুটের পাশাপাশি নাজমুল হোসেন শান্তর ‘ক্যাপ্টেনস নকে’। সিলেটে টি-২০ সিরিজ হেরে নাজমুল বাহিনী চট্টগ্রামে খেলতে নামে ওয়ানডে সিরিজে। এই সিরিজ দিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাই রাউন্ড শুরু হলো। বুধবার টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। ব্যাটিংয়ে নেমে দুই লঙ্কান পেসার পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দো ১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে ৭১ রান তুলে ব্যাকফুটে ঠেলে দেন নাজমুল বাহিনীকে। পাওয়ার প্লের শেষ ওভারের পঞ্চম বলে প্রথম আঘাত হানেন তানজিম সাকিব। তার সুইংয়ে বোকা বনে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন আভিস্কা ফার্নান্দো। দলের স্কোর তখন ১ উইকেটে ৭১। ১২ ওভারের প্রথম বলে ফের আঘাত হানেন তানজিম সাকিব। এবার তার স্লো অফ বাউন্সে পুল খেলেন নিশাঙ্কা। কিন্তু বল ব্যাটের মাথায় লেগে গালিতে সহজ ক্যাচ দেন সৌম্য সরকারকে। বিনা উইকেটে ৭১ থেকে ১৭ রান হতেই দুই ওপেনার ফেরেন সাজঘরে। দুই ওপেনারকে ফেরানোর পর ধীরে ধীরে ম্যাচে ফেরে টাইগাররা। ইনিংসের সাত বল হাতে রেখেই শ্রীলঙ্কাকে ২৫৫ রানে অলআউট করে টাইগাররা। সফরকারীদের ইনিংসের ১০ উইকেটে ৯টি নেন তিন পেসার শরিফুল, তাসকিন ও তানজিম সাকিব এবং একটি নেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। শ্রীলঙ্কা দলকে ২৫৫ রানে বেঁধে রাখার যে সাফল্য দেখান পেসাররা, তার ওপর ভর করে ব্যাটাররা ছিনিয়ে নেন কাক্সিক্ষত জয়। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। লিটন দাস প্রথম বলে আউট হয়ে ফিরে যান সাজঘরে। সৌম্য সরকার মাত্র ৩ রান এাবং তৌহিদ হৃদয় ৩ রান করলে হারের শঙ্কা দেখা দেয়। তিন মারকুটে ব্যাটারের ৬ রান করে ঘরে ফেরায় যে শঙ্কা তৈরি হয় শান্ত, মাহমুদুল্লাহ ও মুশফিকের বীরোচিত ব্যাটিং তা দূর করে। শান্ত ১০৮ রান করে নিজেকে আবারও চিনিয়ে দেন। নাজমুল বাহিনীকে আমাদের অভিনন্দন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর