মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ধনী-গরিবের বৈষম্য

স্থিতিশীলতার জন্যও হুমকি

দেশের ধনীক শ্রেণির হাতে কুক্ষিগত হয়ে পড়ছে বেশির ভাগ সম্পদ। এ চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে। এতে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানত অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৫০ লাখের মতো। এসব ব্যাংক অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণ ১৭ লাখ ৪৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯০৮ জনের হিসাবে জমা আছে ৭ লাখ ৪১ হাজার কোটি টাকা। যা মোট আমানতের ৪৩ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের ডিসেম্বর শেষে ১ কোটি টাকা বা তার চেয়ে বেশি অর্থ আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৯০৮টি। ২০২৩ সালের সেপ্টেম্বরে কোটিপতি অ্যাকাউন্ট ছিল ১ কোটি ১৩ লাখ ৫৮৬টি। তিন মাসের ব্যবধানে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৩ হাজার ৩২২টি। প্রতিবেদন অনুযায়ী- ১ থেকে ৫ কোটি টাকা আছে, এমন আমানতের অ্যাকাউন্ট সংখ্যা ৯২ হাজার ৫১৬টি। ৫ থেকে ১০ কোটি টাকা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ১২ হাজার ৬৫২টি। ২০ থেকে ২৫ কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১ হাজার ৩৪৫টি। আর ৫০ কোটি টাকার বেশি আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা ১ হাজার ৮১২টি। এই ১ হাজার ৮১২ ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ২ লাখ ৫৩ হাজার ৭ কোটি টাকা। যা ব্যাংক খাতের মোট আমানতের সাড়ে ১৪ শতাংশের মতো। বিপরীতে ৫ হাজার টাকার কম আমানত রয়েছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১১ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৫৫৬টি। ৫ থেকে ১০ হাজার টাকা আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা ৫১ লাখ ৫ হাজার ৭৩১টি। তিন মাস আগেও এই অ্যাকাউন্টের সংখ্যা ছিল সাড়ে ৫১ লাখের মতো। ব্যাংকের প্রতিবেদন প্রমাণ করেছে দেশে ধনী-গরিবের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে। ধনীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা টাকা ক্রমান্বয়ে স্ফীত হলেও কম আয়ের মানুষ জমানো অর্থ ভেঙে খাদ্য কিনতে বাধ্য হচ্ছেন। গত ৫৩ বছরে আর্থিকভাবে দেশ এগিয়ে গেলেও সামাজিক বৈষম্য বাড়ছে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও বৈষম্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে বিষয়ে সতর্ক হওয়া দরকার।

সর্বশেষ খবর