রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঈদযাত্রার প্রস্তুতি

বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে। আজ রবিবার থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই আন্তজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা অনলাইনের মাধ্যমেও অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ীই বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিককে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪ মার্চ থেকে রেলওয়ের ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু এবং চলবে ৩০ মার্চ পর্যন্ত। শেষ দিনে ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। এদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। ফিরতি টিকিট বিক্রি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের অনলাইন প্ল্যাটফরম থেকে টিকিট সংগ্রহ করা যাবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট অনলাইনে কিনতে পারবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। ট্রেনের টিকিট কালোবাজারি রোধে ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রির সঙ্গে জড়িত সহজ ডকটমের দুজন কর্মীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই দুই কর্মীর নেতৃত্বেই চলছিল ট্রেনের টিকিট কালোবাজারি। ঈদে তাদের টার্গেট ছিল ৩ হাজার টিকিট কবজা করা। স্বাভাবিক সময়েও তারা প্রতিদিন ৫ শতাধিক টিকিট কালোবাজারে বিক্রি করতেন। গ্রেফতারকৃতদের একজন অফিস পিয়ন, আরেকজন সার্ভার অপারেটর। ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছিল দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি ও কালোবাজারির হাত থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে। সহজ ডটকমের দুই কর্মীর নেতৃত্বে যে কালোবাজারি চক্র গড়ে ওঠে তাতে অনলাইনে টিকিট বিক্রির সুফল অনুভব কঠিন হয়ে দাঁড়ায়। আমরা আশা করব গ্রেফতারকৃতদের বিচারের মাধ্যমে কঠিন সাজা নিশ্চিত করা হবে। নতুন করে যাতে কোনো কালোবাজারি চক্র গড়ে না ওঠে সেদিকেও সজাগ থাকতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর