সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মস্কোয় হামলা

সন্ত্রাসীরা মানবতাবিরোধী অপরাধী

রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরাংশে ক্রাসনোগরস্ক এলাকায় এক কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্যরা অন্তত ১৩৩ জনকে হত্যা করেছে। পৈশাচিক হামলায় আহত হয়েছেন ১৮৭ জনেরও বেশি। হামলাকারীরা কেমোফ্লেজ ইউনিফর্ম পরা ছিল। শুক্রবার সন্ধ্যায় তারা কনসার্ট হলে ঢুকে মেশিনগান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। হামলাকারীরা গ্রেনেড ও আগুন বোমাও ব্যবহার করে। এতে কনসার্ট হলে আগুন ধরে যায় এবং হতাহতের সংখ্যা বাড়ে। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান-আইএসকে হামলার দায় স্বীকার করেছে। ক্রেমলিনের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চার অস্ত্রধারী সরাসরি জড়িত। রুশ বার্তা সংস্থা আরটিতে এক হামলাকারীর ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, হালকা শারীরিক গঠনের এক ব্যক্তিকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তিনি স্বীকার করেন, মাত্র ৫ লাখ রুবলের বিনিময়ে ভয়াবহ এই হামলায় জড়িত হন তিনি। হামলার আগে তুরস্কে যাওয়ার কথাও জানান এই হামলাকারী। গত ৭ মার্চ রাশিয়ায় মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়- মস্কোয় বড় জমায়েতে উগ্রপন্থিদের হামলার পরিকল্পনার খবর জানা গেছে। এ সতর্কবার্তায় বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথাও বলা হয়েছিল। সতর্কবার্তায় মস্কোয় অবস্থানরত মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার জন্য বড় জমায়েত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়। রাশিয়া এ হামলার পেছনে ইউক্রেন জড়িত এমন সন্দেহও করছে। স্মর্তব্য, ইসলামী খেলাফতের কথা বললেও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতায় আইএস গঠিত হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং তিনি নিজেও একজন ইহুদি। হামলায় যারাই জড়িত থাকুক এটি একটি মানবতাবিরোধী অপরাধ। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িতদের পরিচয় যাই হোক, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ ঘৃণা।

সর্বশেষ খবর