শিরোনাম
বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যুদ্ধবিরতির প্রস্তাব

শান্তি ফিরে আসুক ফিলিস্তিনে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। ইসরায়েল নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রস্তাবের বিরুদ্ধে মার্কিন ভেটো না দেওয়ায় সমালোচনা করে বলা হয়েছে এটি তাদের আগের অবস্থান থেকে স্পষ্টত পশ্চাদপসরণের শামিল। গত সোমবার নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবটিতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মির শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্য ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত ছিল। নিয়ম অনুযায়ী স্থায়ী পাঁচ সদস্যের কেউ ভেটো না দিলেও প্রস্তাব পাস হয়ে যায়। নিরাপত্তা পরিষদের প্রস্তাব মানার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ভোটাভুটির পর যুদ্ধবিরতির প্রস্তাব পাসে বিলম্বের জন্য হামাসকে দায়ী করে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত বলেছেন, প্রস্তাবের সবকিছুর সঙ্গে যুক্তরাষ্ট্র একমত নয়। তাদের দেওয়া নির্দিষ্ট কিছু সংশোধনের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। এর মধ্যে ছিল হামাসের নিন্দা জানাতে মার্কিন প্রস্তাব। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হলে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়বে বলেও জানিয়েছেন মার্কিন দূত। প্রস্তাবে জিম্মিদের শর্তহীন মুক্তি দেওয়ার বিষয়টি সামনে এসেছে। ফলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ইসরায়েল সরকারকে অভ্যন্তরীণ চাপের মুখে পড়তে হতো। ইসরায়েলে হামাসের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু ইসরায়েলির হতাহতের পর গাজায় শুরু হয় পাল্টা হামলা। এ হামলায় এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি বেসামরিক লোক মারা গেছে। এত বেশি হতাহতের ঘটনা ইউক্রেনে রুশ হামলায়ও ঘটেনি। আমরা আশা করব শুধু যুদ্ধ বিরতি নয়, গাজা পুনর্গঠন ও মানবিক সাহায্যে বিশ্ব সমাজ এগিয়ে আসবে। সংঘাতের অবসানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায়ও নেওয়া হবে কার্যকর উদ্যোগ। স্থায়ী শান্তির সেটিই হবে প্রকৃষ্ট পথ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর