শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তাবুকে রসুল (সা.)-এর ভাষণ

তাবুকে সালাত আদায়ের পর নবী করিম (সা.) এক সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণ ভাষণ দান করেন। আল্লাহতায়ালার উত্তম গুণগান করার পর তিনি বলেন- ১. প্রত্যেক বাণীর চেয়ে আল্লাহর বাণী সত্য ২. সবচেয়ে নির্ভরযোগ্য বাণী তাকওয়ার বাণী ৩. সবচেয়ে উত্তম মিল্লাত ইব্রাহীম (আ.)-এর মিল্লাত ৪. সবচেয়ে উত্তম তরিকা মুহাম্মদ (সা.)-এর তরিকা ৫. সব বাণীর চেয়ে আল্লাহর জিকির মহান ৬. সব বাণীর চেয়ে পবিত্রতম কোরআন ৭. সবচেয়ে উত্তম কাজ সংকল্পের দৃঢ়তা ৮. সব কাজের মধ্যে নিকৃষ্টতম দীনের মধ্যে নতুনত্বের সৃষ্টি ৯. সব পথের চেয়ে নবীদের পথ সুন্দরতম ১০. সবচেয়ে উত্তম মৃত্যু শহীদের মৃত্যু ১১. সবচেয়ে বেশি অন্ধত্ব হিদায়েত প্রাপ্তির পর গোমরাহি ১২. নফা দানকারী আমল সবচেয়ে উত্তম ১৩. সবচেয়ে উত্তম রাস্তা হলো যাতে লোক চলতে পারে ১৪. সবচেয়ে নিকৃষ্ট অন্ধত্ব দিলের অন্ধত্ব ১৫. ওপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম ১৬. অল্প খরচ পর্যাপ্ত সম্পদ ঐশ্বর্যের ওই স্তূপ থেকে ভালো, যা গাফিলতের মধ্যে ফেলে দেয় ১৭. সবচেয়ে নিকৃষ্ট অক্ষমতা মৃত্যুকালের অক্ষমতা ১৮. সবচেয়ে নিকৃষ্ট লজ্জা কিয়ামতের দিনের লজ্জা ১৯. কোনো কোনো লোক জুমাতে আসে কিন্তু দিল তাদের পেছনে পড়ে থাকে ২০. তাদের মধ্যে কিছু সংখ্যক মাঝে মাঝে আল্লাহর জিকির করে থাকে ২১. সব পাপের চেয়ে জঘন্যতম মিথ্যা কথা ২২. সবচেয়ে বেশি ঐশ্বর্য দিলের ঐশ্বর্য ২৩. সবচেয়ে উত্তম পাথেয় তাকওয়া ২৪. দিলের মধ্যে আল্লাহভীতি বিজ্ঞতার মূল ২৫. দিলের মধ্যে যা কিছু স্থাপন করা হয় তার মধ্যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সর্বোত্তম ২৬. সন্দেহ সৃষ্টি করা কুফরির শাখা। ২৭. চিৎকার করে কান্না জাহিলি যুগের কাজ ২৮. চুরি করা জাহান্নামের আজাবের ইন্ধন ২৯. মন্দ কাজে মগ্ন হওয়া আগুনে পতিত হওয়ার সমান ৩০. কবিতায় শয়তানের অংশ ৩১. সৌভাগ্যশালী সে, যে অন্যের নসিহত অনুসরণ করে ৩২. প্রকৃত দুর্ভাগা সে, যে মায়ের পেট থেকেই দুর্ভাগা ৩৩. আমাদের পুঁজির পরিণতি উত্তম ৩৪. সবচেয়ে নিকৃষ্ট স্বপ্ন যা মিথ্যা ৩৫. যা ঘটবে তা অতিশয় নিকটবর্তী ৩৬. মুমিনকে গালি দেওয়া ফিসক ৩৭. মুমিনকে হত্যা করা কুফর ৩৮. মুমিনের গোশত খাওয়া (গিবত করা) আল্লাহর অবাধ্যতা করা ৩৯. মুমিনের মাল অন্য মুমিনের জন্য এরূপ হারাম যেরূপ তার খুন ৪০. যে আল্লাহর মুখাপেক্ষী হয় না আল্লাহ তাকে মিথ্যা প্রতিপন্ন করেন ৪১. যে অন্যের আয়ের গোপন রাখে আল্লাহ তার আয়ের গোপন রাখেন ৪২. যে মাফ করে তাকে মাফ করা হয় ৪৩. যে রাগ দমন করে আল্লাহ তাকে পুরস্কৃত করেন ৪৪. যে ক্ষতির মধ্যে ধৈর্যধারণ করে আল্লাহ তাকে পুরস্কৃত করেন ৪৫. যে চোগলখোরি করে আল্লাহ তাকে সর্বত্র অপমানিত করেন ৪৬. যে সবর করে আল্লাহ তাকে উন্নীত করেন ৪৭. যে আল্লাহর নাফরমানি করে আল্লাহ তাকে আজাব দান করেন। অতঃপর নবী করিম (সা.) তিনবার ইস্তিগফার করে ভাষণ শেষ করলেন।

                মুহাম্মদ আশরাফ আলী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর