মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঘূর্ণিঝড়ের তান্ডব

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে

সোমবার দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। লন্ডভন্ড হয়েছে কয়েক হাজার বাড়ি। উপড়ে গেছে গাছপালা। নষ্ট হয়েছে জমির ফসল। দেশের মানুষ যখন ঈদুল ফিতরের প্রস্তুতি নিচ্ছে ঠিক সে মুহূর্তে ঘূর্ণিঝড় ও বজ্রপাত বিপুলসংখ্যক পরিবারের জন্য ট্র্যাজেডি বয়ে এনেছে। ভোলায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে মনপুুরা ও লালমোহন উপজেলায় বিধ্বস্ত হয়েছে ৫ শতাধিক বাড়িঘর। এ সময় ঘরচাপা পড়ে মারা গেছেন দুজন। ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর বাউফলে দুজন নিহত হয়েছেন। ঝড়ের কবলে পড়ে তেঁতুলিয়া নদীতে নিখোঁজ রয়েছেন দুই জেলে। বজ্রপাতে মারা গেছে অন্তত ১০টি গরু। পিরোজপুরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা। এ সময় পৌর এলাকার শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে গাছচাপা পড়ে মারা গেছেন এক নারী। সোমবার ভোর রাতে ঝালকাঠিতে প্রবল বর্ষণের সঙ্গে ব্যাপক বজ্রপাত হয়েছে। ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বজ্রপাতে জেলায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে তিনি মারা যান। বাগেরহাটে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে কয়েক শ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সকাল সাড়ে ৯টা থেকে জেলা সদরসহ ৯টি উপজেলায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। কালবৈশাখী চলাকালে জেলার কচুয়ার চর সোনাকুড় গ্রামে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন একজন। বজ্রপাতে রাঙামাটির রাজস্থলীতে এক যুবকের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর দুমকীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের মানুষের নিত্যসঙ্গী। বৈশাখে ঘূর্ণিঝড় সাংবার্ষিক ঘটনা বলে বিবেচিত। ঈদের আগে ঘূর্ণিঝড়ে হতাহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়াতে হবে। অবস্থাপন্ন ব্যক্তিরা তাদের বিপদাপন্ন ভাইদের পাশে দাঁড়াবেন এমনটিও প্রত্যাশিত।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর