বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

লাগামহীন মূল্যস্ফীতি

সব অর্জন গিলে খাচ্ছে

মূল্যস্ফীতি দেশবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে গত দুই বছর ধরে। এশিয়ায় মূল্যস্ফীতি অর্থাৎ পণ্যের মূল্যবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের স্থান দ্বিতীয়, সবচেয়ে ভয়ংকর অবস্থা এক নম্বরে থাকা পাকিস্তান। লাগামছাড়া মূল্যস্ফীতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি অনেক দেশের তুলনায় ভালো। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ইকোনমিক আউটলুকে বলা হয়েছে, এশিয়ার ৪৬টি দেশের মধ্যে সবচেয়ে মূল্যস্ফীতি পাকিস্তানে যার পরিমাণ ২৪ শতাংশ। তারপর বাংলাদেশের ৮ দশমিক ৪ শতাংশ। তবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারত ছাড়া অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে। এ ক্ষেত্রে পাকিস্তান রয়েছে জিডিপি তালিকার তলানির দিকে। পাকিস্তান এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল দেশে পরিণত হয়েছে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ বেশি থাকলেও বাংলাদেশ জিডিপি অর্জনে বেশ ভালো করবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদর দফতর থেকে গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি হবে ৮ দশমিক ৪ শতাংশ। যদিও সরকারের লক্ষ্য ৫ দশমিক ৫ শতাংশে আটকে রাখার। ঢাকাসহ শহরাঞ্চল ও গ্রামে বসবাসকারী মানুষের জীবনযাত্রার ব্যয় প্রায় সমান। এডিবির পূর্বাভাস অনুযায়ী, এই অঞ্চলের অন্য দেশগুলোয় এ বছর মূল্যস্ফীতি শ্রীলঙ্কায় ৭ দশমিক ৫ শতাংশ, নেপালে ৬ দশমিক ৫, ভারতে ৪ দশমিক ৬, ভুটানে ৪ দশমিক ৫ ও মালদ্বীপে ৩ দশমিক ২ শতাংশ। দক্ষিণ এশিয়ায় এবার ভারতে সর্বোচ্চ ৭ শতাংশ, বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ ৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে। মূল্যস্ফীতি সরকারের সব অর্জনকে গিলে খাওয়ার হুমকি সৃষ্টি করেছে। ধনী গরিবের ব্যবধানও সৃষ্টি করেছে একই ধরনের বিপদ। নিজেদের স্বার্থেই এই দুই সংকটের ইতি ঘটাতে সরকারকে সক্রিয় হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর