সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তন

মানব জাতির জন্য প্রত্যক্ষ অভিশাপ

জলবায়ু পরিবর্তনের অশুভ প্রক্রিয়ায় বিশ্বের আবহাওয়া মন্ডলের শৃঙ্খলা ভেঙে পড়েছে। ইতোমধ্যে এর অনিবার্য শিকারে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের তাপমাত্রা ৪৩ ছুঁই ছুঁই হলেও মধ্যপ্রাচ্যের মরুভূমিময় দেশগুলোতে সর্বোচ্চ ২৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে আবহাওয়া আর্দ্রতার কারণে মরুদেশের উষ্ণতার চেয়েও অসহনীয় হয়ে ওঠে পরিবেশ। জলবায়ু পরিবর্তনের অশুভ থাবায় দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে বইছে মৃদু থেকে অতিতীব্র তাপপ্রবাহ। এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তাপপ্রবাহের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে বা হিটস্ট্রোকে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীসহ দেশের ১২টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় একই দিনে। অথচ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। কোনো কোনো দেশে ২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বিশ্বজুড়ে জলবায়ুর অশুভ পরিবর্তনে দুই মেরু দেশের বরফের স্তূপ গলছে। বিশ্বের অন্যতম বরফের ভান্ডার হিমালয় পবর্তও গলছে উষ্ণতার ছোঁয়ায়। পরিণতিতে গত বছর পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি হয়েছে। এ বছর পাখতুনখোয়া প্রদেশে বন্যা দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে- উত্তর ও দক্ষিণ মেরুর বরফের স্তূপ গলায় সাগরপৃষ্ঠের উচ্চতা বাড়ছে বেশ কয়েক বছর ধরে। বাংলাদেশের উপকূল ভাগের কয়েক লাখ লোক জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হয়েছে সাগরের লোনা পানির প্লাবনে। বিশ্ববাসীর জন্য অভিশাপ বয়ে আনা জলবায়ু পরিবর্তন ঠেকাতে এখন থেকেই মানবজাতিকে সচেতন হতে হবে। যেসব কারণে আবহাওয়া উষ্ণ হয়ে উঠছে তা ঠেকাতে তৎপর হতে হবে সব দেশের মানুষকে।

সর্বশেষ খবর