সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তন

আফতাব চৌধুরী

নতুন একটি আন্তর্জাতিক রিপোর্টে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির নানা তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে। আইপিসিসি নামে পরিচিত জাতিসংঘ প্যানেলের সর্বশেষ এই রিপোর্টটিতে হুঁশিয়ার করা হয়েছে, এখনই সাবধান না হলে প্রাকৃতিক দুর্যোগে এবং সেই সঙ্গে খাদ্য সংকট এবং রোগে-শোকে মানবসভ্যতা বিপন্ন হবে। রিপোর্টটিতে অবশ্য বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে ইচ্ছা করলে অনেকটাই খাপ খাওয়ানো সম্ভব। জাপানে অনুষ্ঠিত বৈঠক থেকে বিজ্ঞানীরা যে রিপোর্ট দিয়েছেন তাকে অ্যাখ্যায়িত করা হয়েছে ‘পৃথিবীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া সম্পর্কে সবচেয়ে ব্যাপকভিত্তিক মূল্যায়ন’ হিসেবে। কী হবে এর প্রতিক্রিয়া? আইপিসিসি বলছে, বন্যার ঝুঁকি এবং খাদ্য সংকট বাড়বে, ফসলের ফলন এবং পানির প্রাপ্যতার ওপরই বিরূপ প্রভাব পড়বে, হুমকির মুখে পড়বে মানুষের স্বাস্থ্য, দেখা দেবে রোগব্যাধি। বলা হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের প্রক্রিয়া হবে তীব্র, কেউবা কোনো কিছুই এর প্রভাবের বাইরে থাকতে পারবে না এবং সেই পরিবর্তনগুলোকে আর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। জাতিসংঘের এই প্যানেলের সদস্যরা বলেছেন, এ পরিবর্তনের মাত্রা যে ব্যাপক হবে তার স্বপক্ষে তারা বহু তথ্যপ্রমাণ পেয়েছেন। মানুষ হয়তো এসব পরিবর্তনের মধ্যে কয়েকটির সঙ্গে খাপ-খাইয়ে নিতে পারবে, কিন্তু তা হবে সীমিত।            

 

সর্বশেষ খবর