শনিবার, ১১ মে, ২০২৪ ০০:০০ টা

মাদকাসক্তি ও যুবসমাজ

তরুণ সমাজ একটি দেশের সম্পদ।  সেই তরুণ সমাজ যদি বিপথগামী হয় তাহলে জাতির সর্বনাশ। তরুণ সমাজকে উদ্দীপিত করে কবি  সুকান্ত লিখেছিলেন তাঁর অমর কাব্য ‘আটারো বছর বয়স’। আটারো বছর বয়সের যেমন ভালো দিক আছে, তেমনি মন্দ দিকও আছে। তরুণ সমাজকে ভালো কাজে নিয়োজিত করতে পারলে যেমন সুফল মেলে হাতে হাতে, তেমনি মন্দ কাজেও এদের জুড়ি মেলা ভার। সুকান্ত তাঁর কবিতার শেষ চরণে এদেশের বুকে আঠারো আসুক নেমে বলে প্রার্থনা করেছিলেন। নেতাজি সুভাষ চন্দ্র বসুও তাঁর ‘তরুণের স্বপ্ন’ প্রবন্ধে দেশের তরুণ সমাজকে উদ্দীপ্ত করেছিলেন। তরুণ সমাজ যে দেশ ও দশের কল্যাণে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে, এ কথা ভালোই জানতেন নেতাজি। কিন্তু এই তরুণ সমাজ আজ অনেকটাই বিপথগামী। তারও আছে নানা ব্যাখ্যা। কেউ বলছেন হতাশা থেকেই দেশের তরুণ সমাজের বিরাট একটি অংশ আজ বিপথগামী। আর মাদকাসক্তিই হচ্ছে কারও কারও মতে সেই হতাশা থেকে মুক্তির তথাকথিত পথ। সাংসারিক টানাপোড়েন, বেকারত্ব, কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে না পারার দুঃসহ যন্ত্রণা থেকেই আসে হতাশা। তাই মাদকাসক্তরা ভাবে, সাংসারিক সব ঝামেলা থেকে নিষ্কৃতি পেতে হলে মাদকসেবনই বুঝি উত্তম পন্থা। সমাজে থাকাও গেল অথচ কোনো ধরনের দায়দায়িত্ব বর্তালো না। কিন্তু এই ভুল ধারণাই যে এক সময় কাল হয়ে দেখা দেয়, এ কথা বোঝার অবকাশ তারা খুব কমই পায়। জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতকে জয় করার মানসিকতা হারিয়ে জীবন্মৃত হয়ে পড়ে এরা। তখনই সমাজের কাছে, পরিবার-পরিজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায় এসব মাদকাসক্ত। ক্রমে সমাজও এদের একঘরে করে ফেলে। একাকিত্বের জ্বালা, হতাশা, মাদকাসক্তির শেষ পরিণাম হয়ে দাঁড়ায় মৃত্যু। আর মৃত্যুকে জয় করার মতো কোনো অমৃতসুধা আজ অবধি কেউ পান করতে সক্ষম হননি, হবেনও না। এ তো অবধারিত সবার জন্যই।  প্রতি বছর ২৬ জুন বিশ্ব মাদকবিরোধী দিবস হিসেবে পালিত হয়। বিভিন্ন সংগঠন মাদকবিরোধী বিভিন্ন সভার আয়োজন করে মাদক সেবনের অপকারিতা নিয়ে আলোচনা সভার আয়োজন করে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে, শুধু আলোচনা সভার মাধ্যমে এত বিস্তৃত ব্যাপারটির সমাধান সম্ভব নয়। সরকারি স্তরে যদি কড়া পদক্ষেপ গ্রহণ করা না হয়, মাদকবিরোধী আইন প্রণয়ন করে যদি প্রয়োগ করা না যায়, তাহলে এসব সভা-মিছিলের কোনো গুরুত্ব থাকবে না। জনগণকে সচেতন করার লক্ষ্যে যেমন সভা-সমাবেশ প্রয়োজন, তেমনি সরকারি কঠোর পদক্ষেপেরও প্রয়োজন। 

আফতাব চৌধুরী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর