শিরোনাম
মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা

এসএসসির ফলাফল

সফল পরীক্ষার্থীদের অভিনন্দন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে গত রবিবার। চলতি বছরের এ পাবলিক পরীক্ষায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তির হার। পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরাই ভালো করেছে। ঘোষিত ফলাফলে সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পাস করেছে। পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৮৫৩ জন কমলেও পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। তবে গত বছরের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এ বছর কমেছে ১ হাজার ৪৪৯ জন। করোনাভাইরাস মহামারির পর এবারই এসএসসিতে প্রথমবারের মতো পূর্ণ সিলেবাসে পরীক্ষার আয়োজন করেছিল সরকার। চলতি বছর পাসের হারে সবচেয়ে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড। ৯২ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের মতো এবারও পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। বোর্ডটিতে এবার পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। এ ছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহে ৮৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

মাদরাসা বোর্ডে দাখিল ৭৯ দশমিক ৬৬ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা পাস করেছে তাদের অভিনন্দন ও শুভকামনা। প্রায় ১৭ শতাংশ পরীক্ষার্থী এ বছর পাস করেনি, তাদের ব্যর্থতার কারণ উদঘাটনে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগী হতে হবে। যে ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, সেগুলো টিকিয়ে রাখা উচিত হবে কি না ভাবা দরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর