শিরোনাম
শুক্রবার, ১৭ মে, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক

লাভবান করবে দুই দেশকেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কখনো অম্ল কখনো মধুর- এমনই চলে আসছে বাংলাদেশের জন্মলগ্ন থেকে। মুক্তিযুদ্ধে সিংহভাগ মানুষ পক্ষে থাকলেও মার্কিন প্রশাসন ছিল পাকিস্তানের পক্ষে। স্নায়ুযুদ্ধের সেই দিনগুলোতে দুই পরাশক্তির দ্বন্দ্বে ন্যায়-অন্যায়ের চেয়ে নিজেদের আধিপত্য ধরে রাখা নিক্সন প্রশাসনের কাছে মুখ্য মনে হয়েছে। এটি যেমন মুদ্রার এক দিক তেমন অন্য দিক হলো স্বাধীন বাংলাদেশে মার্কিন সহায়তা ছিল সব দেশের চেয়ে বেশি। করোনা মহামারিকালে বাংলাদেশ ভারত ও চীনের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ভ্যাকসিন কিনে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র সেই বিপদের দিনে কয়েক হাজার কোটি টাকার ভ্যাকসিন বাংলাদেশে পাঠিয়েছে উপহার হিসেবে। চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় বর্তমান সরকারের আমলে। যে কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতার পরিবর্তন চেয়েছে ওয়াশিংটন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ওকালতি করেছে মার্কিন প্রশাসন জোরালোভাবে। তবে সরকারবিরোধীদের রণে ভঙ্গ দিয়ে নির্বাচন বর্জনকেও ভালো চোখে দেখেনি তারা। ফলে দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুলভাবে জিতে আসা আওয়ামী লীগ সরকারের সঙ্গে আস্থার সম্পর্ক স্থাপনে উঠেপড়ে লাগে ওয়াশিংটন। নির্বাচনে বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দনের মাধ্যমে তার শুরু। তা আরও স্পষ্ট হয়ে উঠেছে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরে। অকপটে তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কে আস্থা ও বিশ্বাসের পুনর্নির্মাণ চায় তার দেশ। বাংলাদেশে নতুন বিনিয়োগের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অতীতমুখী না হয়ে সামনের দিকে দৃষ্টি দেওয়ার যে আগ্রহ লু ব্যক্ত করেছেন তা অবশ্যই অভিনন্দনযোগ্য। আমরা আশা করব এতে সম্পর্ক দিন দিন জোরদার হবে। দুই দেশই লাভবান হবে তাতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর