বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

মানুষের মর্যাদা অনন্য

মুহম্মাদ আশরাফ আলী

আল্লাহ মানুষকে স্বাধীন সত্তা হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ তাঁর সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারও কাছে দায়বদ্ধ নয়। মানুষকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তা-ও অতুলনীয়। সুরা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতে মানুষের মর্যাদা সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘আমি আদমসন্তানকে মর্যাদা দান করেছি এবং জলে-স্থলে তাদের আরোহণ করিয়েছি, তাদের পবিত্র বস্তু দিয়ে রিজিক দিয়েছি এবং আমার বহুসংখ্যক সৃষ্টির ওপর সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব দান করেছি। (এসব আমার দয়া ও অনুগ্রহ)।’ আল্লাহর দৃষ্টিতে সব মানুষই সমান। তাঁর কাছে তারাই বেশি সম্মানিত যারা পরহেজগার এবং আল্লাহভীরু। এ ক্ষেত্রে আর্থিক সামর্থ্য, ক্ষমতা বা অন্য কিছু বিবেচনায় আসবে না। মানবজাতির শ্রেষ্ঠত্বের বর্ণনা ও তার কারণ উল্লেখ করে সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক আল্লাহভীরু ব্যক্তিই আল্লাহর কাছে অধিক সম্মানিত।’

আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। তাদের এ শ্রেষ্ঠত্ব যাতে উপলব্ধি করা যায়, সেজন্য মানুষকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। সুরা ত্বিনের ৪ নম্বর আয়াতে আল্লাহ মানবসন্তানের বাহ্যিক অবকাঠামো ও রূপ-সৌন্দর্যের বর্ণনা দিয়ে বলেন, ‘আমি মানুষকে অতি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি।’ সুরা আলে ইমরানের ৬ নম্বর আয়াতে আল্লাহ আরও ইরশাদ করেন, ‘তিনিই তো ওই সত্তা যিনি তোমাদের মায়েদের গর্ভে নিজের ইচ্ছামতো আকৃতি গঠন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর