শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

জাতিসংঘ শান্তিসেনা

বিশ্বশান্তি রক্ষায় শীর্ষে বাংলাদেশ

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ এখন অনন্য উচ্চতায়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কয়েক বছর ধরে শীর্ষ অবস্থানে বাংলাদেশের শান্তিসেনারা। শান্তির জন্য আত্মোৎসর্গকারীর তালিকায়ও তারা এগিয়ে। বাংলাদেশি সেনারা শান্তিরক্ষার মিশনে যেখানেই গেছেন সেবার মধ্য দিয়ে সে দেশের মানুষের হৃদয়রাজ্যে ঠাঁই পাওয়ার চেষ্টা করেছেন। এ মুহূর্তে বিশ্বের ১৩টি স্থানে জাতিসংঘ বাহিনীতে রয়েছেন বাংলাদেশের ৬ হাজার ৯২ জন শান্তিরক্ষী। এ সংখ্যা গত বছরের চেয়ে কম হলেও অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। বাংলাদেশ বিশ্বশান্তি রক্ষায় ৩৬ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত বুধবার ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে শান্তি নিশ্চিত করা এখন আগের চেয়ে অনেক কঠিন। প্রযুক্তির প্রসারের সঙ্গে বাড়ছে নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে উল্লেখ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। জাতির পিতার পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়’, এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অঙ্গীকার ও দেশের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে বাংলাদেশ জাতিসংঘের ‘ব্লু হেলমেট’ পরিবারের সদস্য হয়। বাংলাদেশি শান্তিরক্ষীরা যেখানে কাজ করছেন সেসব রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাদের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সেনারাই এখন জাতিসংঘের প্রথম পছন্দ। বাংলাদেশের শান্তিসেনারা বন্দুকের বদলে সম্প্রীতি দিয়ে শান্তি বিঘ্নিত এলাকার মানুষের মন জয়ের চেষ্টা করেন। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের শহীদ শান্তিসেনাদের প্রশংসা করা হয়েছে এবং তাদের জাতিসংঘ পদকে সম্মানিত করা হয়েছে। শান্তিসেনারা দেশের জন্য বয়ে আনছেন মূল্যবান বৈদেশিক মুদ্রা। যে কোনো পরিবেশে দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা তারা অর্জন করছেন দেশ প্রতিরক্ষায়ও তার মূল্য ঢের বেশি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর