শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

সেন্টমার্টিন

সবুজ প্রকৃতি আর অপার নৈসর্গিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। এটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। দেশের একদিকে যেমন রয়েছে আদিগন্ত সবুজ, অন্যদিকে নীল সমুদ্রের হাতছানি। এমনই একটি নৈসর্গিক সৌন্দর্যের স্থান সেন্ট মার্টিন। এই দ্বীপের যেদিকে চোখ যায় শুধু নীল। নীল আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। অগভীর সমুদ্র তট, সামুদ্রিক প্রবাল, সাগরের ঢেউয়ের ছন্দ, দখিনা হাওয়া, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি, সাগরের তীরে বাঁধা মাছ ধরার নৌকা, যাত্রী বহনকারী ভ্যান সেন্ট মার্টিন দ্বীপের বৈশিষ্ট্য, যা ছোট এই দ্বীপটিকে করেছে অনন্য সাধারণ। সৌন্দর্যপিপাসু মানুষের কাছে মনেপ্রাণে উপভোগ করার মতো স্থান সেন্ট মার্টিন।

দ্বীপটি প্রকৃতির এমন এক বৈশিষ্টপূর্ণ স্থান যেখানে আকাশ হারায় সমুদ্রের নীলে। অলস বিকালের রোদ খেলা করে বালিতে। প্রাণের স্পন্দন ছাড়িয়ে দেয় লতা-গুল্ম। বাংলাদেশের অনন্য সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যার আরেক নাম নারিকেল জিঞ্জিরা। আরবের একদল নাবিক প্রায় ২৫০ বছর আগে দ্বীপটি আবিষ্কার করেন। তারা এটিকে ‘জাজিরা’ নামকরণ করেন। তাই দ্বীপটির স্থানীয় নাম জিঞ্জিরা’। উল্লেখ্য, নাবিকরা চট্টগ্রাম থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এ দ্বীপটি বিশ্রামের জন্য ব্যবহার করতেন। এ দ্বীপের অধিবাসীরা মূলত মৎস্যজীবী।

আফতাব চৌধুরী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর