শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

বেড়েছে খেলাপি ঋণ

ফাঁকফোকর বন্ধ করুন

বেড়েই চলেছে খেলাপি ঋণ। সরকারি, বেসরকারি, বিশেষায়িত, এমনকি বিদেশি ব্যাংকেও খেলাপি ঋণ বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকগুলোতে সর্বকালের রেকর্ড ভেঙে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। তিন মাস আগেও যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। দেখা যাচ্ছে যে, বিতরণ করা মোট ১৬ লাখ ৪০ হাজার কোটি টাকা ঋণের ১১ শতাংশই খেলাপি হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের প্রথম তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। যা এর আগের তিন মাসের তুলনায় ২৫ শতাংশ বেশি। আর পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। অর্থাৎ সরকারি ব্যাংকেই খেলাপি ঋণ বেড়েছে বেশি। এ প্রবণতা আর্থিক খাতের জন্য বড় দুশ্চিন্তার বিষয়। অর্থনীতির বিষফোড়া এই খেলাপি ঋণের কারণেই ব্যাংকগুলোতে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। তারল্য সংকট সৃষ্টি হয়েছে অনেক ব্যাংকে কিন্তু ইমেজ সংকটে পড়েছে সব ব্যাংক। ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগে এ নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। এই খাতে সুশাসনের অভাব এবং রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের প্রভাব খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও আদায়ে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। বিভিন্ন গোষ্ঠীর মতলবি যোগসাজশে তৈরি হওয়া প্রাতিষ্ঠানিক দুর্বলতায় এখন পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে এত খারাপ অবস্থায় আগে কখনো যায়নি। কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। খেলাপি ঋণ সৃষ্টির সব ফাঁকফোকর বন্ধ করতে হবে। আশার বিষয়, খেলাপি ঋণ কমাতে ঋণগ্রহীতাদের যোগ্যতা যাচাইয়ে প্রাইভেট ক্রেডিট ব্যুরো (পিসিবি) নামে নতুন সংস্থা তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোতে তদারকি বৃদ্ধির পাশাপাশি পর্যবেক্ষক ও সমন্বয়কের কাজও করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক খাতে সার্বিক সুশাসন প্রতিষ্ঠা না হলে খেলাপি ঋণ কমবে না। এ প্রেক্ষিতে উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাংকিং কমিশন গঠনের বোধহয় কোনো বিকল্প নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর