সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

টাইগারদের শুভ সূচনা

যেতে হবে বহুদূর

পাহাড় সমান চাপ থেকে মুক্তির আনন্দে এক বিজয় উদযাপন করল বাংলাদেশ। শনিবার যুক্তরাষ্ট্রের ডালাসে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে দলের প্রথম খেলায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তি ফিরিয়েছেন টাইগাররা। চাপটা ছিল ম্যাচ-পূর্ব শ্বাসরোধী পরিস্থিতির জন্য। এবার বিশ্বকাপে মাঠে নামার আগে বাংলাদেশ দল নিয়ে নেতিবাচক আলোচনাই হয়েছে বেশি। ক্রিকেটের নানা জটিল সমীকরণে ক্রিকেটবোদ্ধারা বেশ চাপে ছিলেন এই খেলাটাকে সামনে রেখে। জয়ে তাই আনন্দে ভেসেছে দেশের লাখো কোটি ক্রিকেটপ্রেমী। এই জয়টা নিছক একটি জয়ই নয়, হাজারো উৎকণ্ঠা ও সমালোচনাকে মহাসাগরে ছুড়ে ফেলেছেন শান্তরা। এ জয়ে বাংলাদেশ দলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হয়েছে। তবু মুখে জয়ের হাসি নিয়েও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন- এমন চাপের ম্যাচ আগে কখনো খেলেননি। রুদ্ধশ্বাস এই ম্যাচ দেখিয়ে দিয়েছে- কম রানের টি-২০ও কেমন বিনোদনপূর্ণ হতে পারে। আশা-নিরাশা, চড়াই-উতরাইয়ের ম্যাচ শেষে যে বর্ণাঢ্য বিজয় অর্জিত হয়েছে- তা আমাদের ক্রিকেট নিয়ে কাব্য করার, আরও অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে। বহুদূর এগোনোর ইতিহাস আমাদের অতীতেও রয়েছে। স্বভাবতই লক্ষ্য শীর্ষে পৌঁছানো। যদিও ক্রিকেটের একসময়ের শক্তিমান কোনো কোনো দল এবার বিশ্বকাপ পর্যন্ত পৌঁছাতেই পারেনি। অনেক সাবেক চ্যাম্পিয়ন ফর্মে নেই। আবার অনেক নতুন দল দুর্দান্ত খেলছে। যুক্তরাষ্ট্রের কথাই বিবেচনা করা যায়। কীভাবে জ্বলে উঠেছে নতুন এ দলটি। যাদের দেশে ক্রিকেট বিশেষ গুরুত্বই পায় না। প্রথম ফাঁড়া কাটিয়ে এখন বাংলাদেশ দল অনেকটাই নির্ভার। আজ তারা দ্বিতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। ক্রিকেটের নিত্য অনিশ্চয়তা এবং সব জটিল বিশ্লেষণ স্মরণে রেখেও আমরা আশার প্রদীপ জ্বেলে রাখছি। আরও উজ্জ্বল জয়ের বর্ণাঢ্য উদযাপনের অপেক্ষায় লাল-সবুজের দেশ। তার জন্য চাই দলে শতভাগ শৃঙ্খলা, সাধনা, একাগ্রতা, অবিচল লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনের ধনুকভাঙা পণ। আশা করি সামর্থ্যরে সবটুকু দিয়েই লড়বে টিম বাংলাদেশ। জাতির সর্বোচ্চ শুভ কামনা রয়েছে তাদের জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর