শিরোনাম
বুধবার, ১২ জুন, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-দিল্লি সম্পর্ক

এগিয়ে চলছে উজ্জ্বল আগামীর দিকে

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সঙ্গে মৈত্রীর যে বটবৃক্ষ রোপিত হয়েছিল তা ৫৩ বছরের ব্যবধানে শাখা-পল্লবে বিশালত্ব অর্জন করেছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতের মিত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। দুই দেশের শহীদ সেনাদের রক্ত পদ্মা-মেঘনা-যমুনা-তিতাস-বুড়িগঙ্গা তীরের এই দেশের মাটিকে লাল করেছে। দুই দেশের মানুষের মধ্যে যে রক্তের রাখিবন্ধন গড়ে উঠেছে মুক্তিযুদ্ধে তা অমরতার দাবিদার। বাংলাদেশের সঙ্গে ভারতের মৈত্রীর সম্পর্ক দুই দেশের সরকার শুধু নয়, জনগণের বন্ধুত্বে রূপ পেয়েছে কালের বিবর্তনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে ঘনিষ্ঠতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়। শপথ নেওয়ার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। স্মর্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় রয়েছেন। অন্যদিকে নরেন্দ্র মোদি ১০ বছর ক্ষমতায় থেকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। গত এক দশকে দুই দেশের সম্পর্ক বহুমুখী হয়েছে। এ সময়ে দুই দেশ ছিটমহল বিনিময় করে সীমান্ত সমস্যার সমাধান করেছে। একে অপরের অভ্যন্তরীণ ব্যাপার নাক না গলানো এবং পরস্পরের সার্বভৌমত্বের প্রতি নিরঙ্কুশ সমর্থন ও শ্রদ্ধাবোধের প্রকাশ ঘটিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বল্পকালীন নয়াদিল্লি সফরে নেহেরু গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের দুই ঐতিহ্যবাহী পরিবারের মিলনমেলা ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে বিপুলভাবে। স্মর্তব্য, বঙ্গবন্ধু এবং ভারতের অবিসাংবাদিত নেতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে দুই দেশের মধ্যে মহত্তম বন্ধুত্বের পাশাপাশি দুই রাজনৈতিক পরিবারের আস্থার বন্ধন গড়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে শেখ হাসিনার ভারত সফরকালে তাঁর সঙ্গে বিরোধী দলের নেতৃত্ব দানকারী নেহেরু গান্ধী পরিবারের অন্তরঙ্গ সাক্ষাৎ প্রমাণ করে ঢাকা-দিল্লি সম্পর্কের শিকড় কতটা গভীরে প্রথিত। এ সম্পর্ক দুই দেশের প্রায় ১৬০ কোটি মানুষের কল্যাণে নিবেদিত এবং যা এগিয়ে চলছে উজ্জ্বল আগামীর দিকে।

সর্বশেষ খবর