শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

সুপার এইটের কাছাকাছি

শিখর স্পর্শ করুক টাইগাররা

নানা নেতিবাচক বিশেষণ মাথায় নিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে মাঠে নামে বাংলাদেশ দল। ক্রিকেটের জটিল সমীকরণ আর কঠিন বিশ্লেষণে অনিশ্চয়তার মেঘ দেখছিলেন বোদ্ধারা। আশা-নিরাশার দোলাচল তৈরি হয়েছিল প্রস্তুতি ম্যাচ পর্যায়ে। সে মেঘ কেটে যায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে। আবার দ্বিতীয়তেই দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়। বিশ্বসেরা অলরাউন্ডারের বিবর্ণ পারফরমেন্স দ্বিধাদ্বন্দ্ব বাড়িয়ে দিচ্ছিল। এরকম কঠিন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররা খেলতে নামেন সুপার এইটে ওঠার স্বপ্ন নিয়ে। একই স্বপ্ন ছিল নেদারল্যান্ডসেরও। প্রবল চাপ ও প্রতিদ্বন্দ্বিতার এ ম্যাচে বাংলাদেশ ২৫ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নতুন করে আশা জাগিয়েছে। তাতেই বলা যাচ্ছে, সুপার এইট এখন আর কোনো দূরের স্বপ্ন নয়। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বলা যায়, সুপার এইটের বেশ কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। কারণ, তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট রয়েছে তাদের হাতে। আগামী ১৭ জুন নেপালের বিপক্ষে গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দলের যে পারফরমেন্স, তাতে ওই ম্যাচকে নিছক আনুষ্ঠানিকতা বললে বাড়াবাড়ি হবে বলে মনে হয় না। বিশেষত, যে ‘সাকিব শেষ’ রব উঠেছিল, সেই সাকিবের ফের জ্বলে ওঠা আশার আলো উসকে দিয়েছে। প্রয়োজনে শক্ত হাতে খেলা অনুকূলে ঘুরিয়ে নিতে পারেন রিশাদ, মুস্তাফিজ, মাহমুদুল্লাহ, লিটনসহ অনেকেই। তৃতীয় ম্যাচ জয়ে এদের বিশেষ অবদান রয়েছে। দায়িত্বশীলতার ঘাটতি নেই কারও মধ্যে। তার পরও আপ্লুত হওয়ার সুযোগ নেই। চরম অনিশ্চয়তার খেলা ক্রিকেটে আমাদের সামনে কোথায় কোনো চোরাবালি ওত পেতে রয়েছে কেউ তা জানি না। ফলে সতর্ক হতে হবে। সুপার এইটে খেলার লড়াইয়ে আছে নেদারল্যান্ডসও। তারা শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে আমাদের জন্য পথ কঠিন হতে পারে। অবশ্য আমরা নেপালকে হারিয়ে দিলে আর কোনো বাধা থাকবে না। এটাই প্রত্যাশা। একটা বড় স্বপ্ন সবার মনে। ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের ভাষায়Ñ ‘মানুষ ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটা না, বরং যে স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না সেই স্বপ্ন আমাদের। সামর্থ্যরে সর্বোচ্চ উজাড় করে দিতে হবে শান্তদের। জাতির আকাক্সক্ষা সর্বোচ্চ শিখর ছোঁয়া। বাস্তবতা যত কঠিনই হোক আমরা অসীম আশায় বুক বেঁধে আছি। বিশ্ব ক্রিকেট অঙ্গনে লাল-সবুজের মর্যাদা উজ্জ্বলতর হোক। শুভ কামনা।

সর্বশেষ খবর