শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

ঢাকা-দিল্লি সম্পর্ক

আরও উচ্চতায় নিতে আগ্রহী দুই দেশ

ভারতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুই দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায় অতিক্রম করছে দেড় দশক ধরে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমন্ত্রিত বিদেশি রাষ্ট্রনায়কদের মধ্যে তিনিই ছিলেন লাইমলাইটে। তারপরও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঝালিয়ে নিতে প্রধানমন্ত্রীর ভারত সফর তা সহজেই অনুমেয়। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের সরকারের আমলে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম ভারত সফর করছেন এবং এ সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে দুই দেশেরই পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে আন্তসীমান্ত সংযোগ, বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ, বিদ্যুৎ, বাণিজ্য ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে। আগামীকাল অনুষ্ঠিতব্য হাসিনা-মোদি দুই শীর্ষ নেতার বৈঠকে প্রতিরক্ষা অংশীদারত্ব নিয়েও আলোচনা হতে পারে। ভারত বাংলাদেশকে ৫০ কোটি ডলারের ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল প্রতিরক্ষা খাতে। যার বাস্তবায়ন নিয়ে দুই শীর্ষ নেতা কথা বলবেন বলে আশা করা হচ্ছে। ২২ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এরপর রাজঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। একই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন হায়দরাবাদ হাউসে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হবে। ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা মুক্তিবাহিনীর পাশাপাশি রক্ত ঝরিয়েছে। দুই দেশের রক্তের রাখিবন্ধন সম্পর্কের মূল সূত্র হিসেবে বিবেচিত। যা এ সফরে আরও নিবিড় হবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর