শনিবার, ২২ জুন, ২০২৪ ০০:০০ টা

বায়ুদূষণ ভয়ংকর

শিশুর প্রাণ রক্ষায় পদক্ষেপ নিন

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে ঢাকা। গতকাল সকালেও বাতাসের মান ছিল সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচকে সকাল ১০টায় ১১৭ সূচক নিয়ে খারাপ বায়ুমানের শহরের তালিকায় ঢাকা ছিল ১৩তম। দেশের অন্য শহরগুলোর অবস্থাও কম-বেশি একই রকম। প্রাণিস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানগুলোর আধিক্যে বিশ্বব্যাপী বাতাসের বর্তমান মান উদ্বেগজনক। স্বভাবতই তা সবার জন্যই ক্ষতিকর। শুধু ২০২১ সালেই দেশে ২ লাখ ৩৫ হাজারের বেশি মৃত্যুর কারণ ছিল বায়ুদূষণ। একই সময়ে ১৯ হাজারেরও বেশি পাঁচ বছরের কম বয়সি শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে; যা মর্মান্তিক। ইউনিসেফের এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে- পাঁচ বছরের কম বয়সি শিশু বায়ুদূষণজনিত রোগের শিকার হয় বেশি। বিশ্বে প্রতিদিন অন্তত ২ হাজার এই বয়সি শিশুর মৃত্যু হয় বায়ুদূষণে। বিশ্ব বিবেক এ মৃত্যুর দায় এড়াতে পারে না। এদের বাঁচতে দিতে হবে। স্বাভাবিক আয়ু লাভের পরিবেশ তৈরি করতে হবে। শিশু ও তরুণ প্রজন্মসহ সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ একটা বড় চ্যালেঞ্জের সামনে রয়েছে। এখানে বায়ুদূষণের বড় উৎসগুলো হচ্ছে- লাগাতার নির্মাণকাজ, ইটভাটা ও শিল্পকারখানা এবং ব্যাপক সংখ্যক যানবাহন। এগুলোকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। বায়ুদূষণ রোধ ও নিয়ন্ত্রণ এবং বায়ুমানের উন্নতি, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার যে আইন রয়েছে, তা মানা হয় না এবং মানতে সবাইকে বাধ্য করা হয় না বলেই সমস্যাটা আতঙ্কের পর্যায়ে পৌঁছে গেছে। এভাবে চলতে পারে না। স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রভাব এবং বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর