শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

চিকিৎসা সংকট

স্বাস্থ্যই সবচেয়ে মূল্যবান সম্পদ। সুখে-আনন্দে জীবন কাটাতে ধনসম্পদের পাশাপাশি সুস্বাস্থ্য গুরুত্বপূর্ণ। লোকমুখে প্রচারিত শব্দগুচ্ছ হলো- সব সম্পদের বড় সম্পদ সুস্বাস্থ্য। সুতরাং নিরোগ থাকা এবং স্বাস্থ্যের যত্ন নেওয়া অবশ্য কর্তব্য। প্রত্যেক মানুষই অসুস্থ হলে যে কোনো উপায়ে সুস্থ হয়ে উঠতে চান। রক্ত, মাংস, বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে গঠিত মানব শরীর যতই সচেতনতার সঙ্গে নিয়ম মেনে চলুক না কেন, নানা কারণে সে বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে। সেই অসুস্থ শরীর সুস্থ করে তোলার জন্য পৃথিবীর প্রত্যেক দেশেই রয়েছে স্বাস্থ্য পরিষেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হলো এমন একটি দেশ, যেখানে চিকিৎসা এক সেবাবিশেষ। কিন্তু তা কি শতভাগ বাস্তব?

দেশের বিভিন্ন শহরে মেডিকেল কলেজ হাসপাতালে কি উপযুক্ত পরিকাঠামো রয়েছে? লাখ লাখ লোক যে হাসপাতালের ওপর নির্ভরশীল, সেখানে কয়টি বেড রয়েছে? ব্লাড ব্যাংকের অবস্থা কী? ল্যাবের অবস্থা কী? চিকিৎসক যদি ছয়টি টেস্ট লিখে দেন তার মধ্যে অন্তত দুটি টেস্ট মেডিকেল কলেজ বা হাসপাতালে পাওয়া যায় না। আর বেসরকারি হাসপাতালগুলোর যে চড়া চিকিৎসামূল্য, সেই পরিমাণে পরিকাঠামো এবং ফলাফল নেই। সুতরাং অসুস্থ মানুষ দলে দলে ঢাকায় ভিড় জমান। সামর্থ্য থাকলে কেউবা বিদেশে যান। মুষ্টিমেয় আর্থিক সচ্ছলদের জন্য সমাধান আছে কিন্তু গরিব জনসাধারণের রোগমুক্ত হয়ে সুস্বাস্থ্য নিয়ে বাঁচার কোনো সুলভ সমাধান নেই। এ দুরবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি।

আফতাব চৌধুরী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর