শিরোনাম
শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

সংকটাপন্ন ঢাকা

বাসযোগ্য করতে চাই সদিচ্ছা

স্বাধীনতার আগে ঢাকা ছিল বিশ্ববাসীর কাছে এক অখ্যাত শহর। এখনকার অনেক উপজেলা শহরের চেয়ে জৌলুসহীন ছিল সে সময়ের ঢাকা। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ে ঢাকা স্বাধীন দেশের রাজধানীর মর্যাদা পেয়েছে। বিশ্বের সবচেয়ে জনসংখ্যা অধ্যুষিত মহানগরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে বিশেষ করে যাতায়াত অবকাঠামো খাতে গত দেড় দশকে ঢাকায় ঈর্ষণীয় অগ্রগতি ঘটেছে। তারপরও বৈশ্বিক বিবেচনায় বাসযোগ্যতায় বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে ১৬৮তম অবস্থানে আছে ঢাকা। তালিকায় নিচের দিক থেকে ষষ্ঠ স্থানে বাংলাদেশের রাজধানী। বৃহস্পতিবার যুক্তরাজ্যের ইকোনমিস্ট গ্রুপের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪ বাসযোগ্যতার দিক থেকে শহরগুলোর এই র‌্যাংকিং প্রকাশ করেছে। গত বছর ঢাকার অবস্থান ছিল ১৬৬তম। এ বছর দুই ধাপ পিছিয়ে পাকিস্তানের প্রধান শহর করাচির ঠিক ওপরে স্থান পেয়েছে ঢাকা। সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় সবার ওপরে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর শীর্ষ পাঁচে যথাক্রমে আছে- কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগেরি। তালিকায় সবার শেষে আছে সিরিয়ার রাজধানী দামেস্ক। নিচ থেকে শেষের পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- ত্রিপলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি। বাসযোগ্যতার তালিকা তৈরির সময় পাঁচটি মাপকাঠিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে আছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ শিক্ষা ও অবকাঠামো। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, ১৭৩টি শহরের গড় স্কোর ছিল ১০০-এর মধ্যে ৭৬ দশমিক ১। যা গত বছরের তুলনায় সামান্য বেড়েছে। ইনডেক্সটি প্রণয়ন করা হয়েছে মাত্র পাঁচটি বিষয় পর্যালোচনা করে। সার্বিক দিক থেকে ঢাকার অবস্থা আরও শোচনীয়। যানজটের কারণে ঢাকা অচল নগরীর তকমা অর্জন করেছে বহু আগে। বায়ুদূষণের শিরোপা অর্জন ঢাকাবাসীর জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। মশার উপদ্রব যেন নিয়তির লিখন। ঢাকাকে বসবাসযোগ্য করে তুলতে হলে সভ্য দুনিয়ার নগরায়ণের দিকে তাকাতে হবে। এরশাদীয় আমলের মতো তিলোত্তমা নগরী বানানোর তামাশা না করে সংকট উত্তরণে সদিচ্ছার প্রতিফলন ঘটাতে হবে সবকিছুর আগে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর