বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পিএসসির প্রশ্নফাঁস

আস্থার মর্যাদা রক্ষা করুন

দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে। এমন ক্ষেত্র খুঁজে পাওয়া যাবে না, যেখানে এ কলুষতা পৌঁছেনি। রেলওয়ের কিছু পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সরকারি কর্ম-কমিশন পিএসসির দুজন উপ-পরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জনই পিএসসির কর্মকর্তা-কর্মচারী, একজন সাবেক গাড়িচালক। সে নাকি শত কোটি টাকারও মালিক। ঢাকায় তার বহুতল ভবন, কুয়াকাটায় থ্রি-স্টার হোটেল। কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে অনেক ‘সাধু’ পুরুষের উঠোনেও। বিএসএস প্রিলি ও লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বিভিন্ন সময়। এক যুগেরও বেশি সময় ধরে এ অপকর্ম করে আসছিল দুষ্টচক্রের সদস্যরা। পিএসসি বলেছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, ফাঁস হওয়া প্রশ্নের অন্যায় সুযোগ নিয়ে যদি একজনও চাকরি পেয়ে থাকে, এ কারণে যে প্রকৃত যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন- তার ক্ষতিপূরণ হবে কীভাবে? দেশে অসংখ্য উচ্চশিক্ষিত মেধাবী তরুণ বেকার, যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে হতাশ। বাধ্য হয়ে তারা সরকারি চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর দাবি জানিয়ে আসছে। অন্যদিকে পিএসসির সিন্দুকে ছিদ্র! গোটা সমাজই দুষ্টচক্রের দৌরাত্ম্যে চলে যাওয়া দুর্ভাগ্যজনক। অথচ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে তারা। প্রথম শ্রেণির সরকারি চাকরিতে ঢোকার বিসিএস পরীক্ষায় উচ্চ ফলাফল নিয়ে স্নাতক-স্নাতকোত্তর উত্তীর্ণ লাখ লাখ মেধাবী তরুণ-তরুণী চূড়ান্ত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে শতকরা মাত্র এক বা দুজন চাকরি পান। সেই পরীক্ষা পরিচালনার প্রতিষ্ঠানে সামান্য স্খলনও ক্ষমার অযোগ্য। প্রকৃত মেধাবীকে বঞ্চিত করে অসৎ প্রার্থীকে সুযোগ দিলে সে দুর্জন কর্মক্ষেত্রেও নানা অপরাধ-দুর্নীতি করতে থাকবে-যার নজির সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তাদের কৃতকর্মে। পিএসসি মেধাবী তরুণদের ভরসার জায়গা। সেখানে কোনো প্রহসনের পরীক্ষা হলে, এর প্রতি আস্থার মর্যাদা ক্ষুণ্ন হবে, যা কাম্য নয়। ফলে এক্ষেত্রে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। মেধাবীরা বঞ্চিত হলে জাতির ক্ষতি, যা কিছুতেই মেনে নেওয়া যায় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর