মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বনসৃজন

পৃথিবীতে যে হারে কার্বনের পরিমাণ বেড়ে চলছে তাতে বিজ্ঞানীদের দুশ্চিন্তার শেষ নেই। বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা এ মুহূর্তে যতটা উদ্বিগ্ন, এর আগে তাদের ততটা উদ্বিগ্ন হতে দেখা যায়নি। কীভাবে এ বিপদ থেকে রেহাই পাওয়া যায় সে নিয়ে দিন-রাত গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। টিম ফক্সের নেতৃত্বে এক গবেষক দল তাদের রিপোর্টে সম্প্রতি বলেছেন, কৃত্রিম গাছের বনাঞ্চল উষ্ণায়ন ঠেকাতে সক্ষম। বলা হয়েছে, ১ লাখ আর্টিফিশিয়াল গাছের একটি বনভূমি সৃষ্টি করা হলে এ বিপদকে সামাল দেওয়া সম্ভব হবে। তাদের মতে, পৃথিবীতে এখনো যে পরিমাণ গাছপালা রয়েছে, তার সঙ্গে কৃত্রিম গাছের সম্মিলিত শক্তি মিলে মাত্র ১০ থেকে ২০ বছরের মধ্যে পৃথিবীর বাড়তি কার্বন শোষণ করে নেওয়া সম্ভব হবে। বিজ্ঞানীরা মনে  করেন, কৃত্রিম গাছ সৃষ্টির জন্য তিনটি জিও ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হবে। পৃথিবীর বর্ধিত কার্বন অপসারণের যেহেতু আর কোনো পন্থা-পদ্ধতি নেই, তাই এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীকে মানুষের বাস উপযোগী করে তুলতে হবে। তারা ওই রিপোর্টের সঙ্গে ১০০ বছরের একটি রোডম্যাপও প্রণয়ন করেছেন। রোডম্যাপে পৃথিবীকে ১০০ বছরের মধ্যে কার্বনহীন উন্নত অর্থনীতিতে সমৃদ্ধ করার পরামর্শও দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর