শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মৎস্য শিকার

জেলেদের সমুদ্রযাত্রা নিরাপদ ও সফল হোক

সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জেলে পল্লীতের এখন সাজসাজ রব। গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন উপকূল এলাকার জেলেরা। অনেক আশা নিয়ে নাও ভাসাচ্ছেন তারা। মৎস্যজীবী পরিবারে আনন্দের বন্যা বইছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই আহরণের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতি বছরের মতো এবারও গত ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। মৎস্য আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের জন্য আপৎকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ চাল বিতরণের ব্যবস্থা থাকলেও প্রয়োজনের তুলনায় তা নেহাতই অপ্রতুল। ফলে নিষেধের সময়টা সাগরে মাছ ধরার ওপর নির্ভরশীল মানুষের কষ্টেই কাটে। অস্তিত্ব সংকটের মুখে পড়ে অনেক পরিবার। মঙ্গলবার মধ্যরাতে সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। এখন তারা নতুন করে আশার আলো দেখছেন। মৎস্যজীবী মহলের সবাই আশা করছেন, সহসাই জীবনে প্রাত্যহিকতার ছন্দ ফিরে আসবে। তাদের জন্য অশেষ শুভ কামনা। সব মৎস্যজীবীর সমুদ্রযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সাফল্যপূর্ণ হোক। জীবনের ঝুঁকি নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও মৎস্য শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ঘাটে ঘাটে তাদের ওপর নানা নিপীড়ন ও বঞ্চনা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। অশেষ মৎস্য সম্পদ আহরণ তাদের কর্মহীন দিনগুলোর আর্থিক ক্ষতি পূরণ করে সংসারে সচ্ছলতার বার্তা বয়ে আনুক। জাতির পুষ্টি জোগান এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখুক তাদের জীবনবাজি রাখা সমুদ্র-সংগ্রাম।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর