রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কেয়ামতে হিসাব দিয়েই পুলসিরাত পার হতে হবে

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম

কেয়ামতে হিসাব দিয়েই পুলসিরাত পার হতে হবে

পুলসিরাত জাহান্নামের ওপর স্থাপিত। লোকেরা এটা পার হবে তাদের আমলের ওপর ভিত্তি করে। কেয়ামতের দিন যা যা হবে তার মধ্যে একটা জিনিস হলো হিসাব। কেয়ামতের দিনে সব সৃষ্টিকে হিসাব দিতে হবে। হিসাব গ্রহণকারী হিসেবে থাকবেন আল্লাহ আজজাওজান। কাফেরদের জন্য হিসাবটা হবে কেবল নিশ্চিতকরণের। সে বা তারা তাদের কুফর স্বীকার করবে, তার বা তাদের পাপ-পুণ্যের কোনো ওজন করা হবে না, যেহেতু তাদের কোনো হাসানাত নেই বা ভালো আমল নেই। তাদের শুধু তাদের পাপগুলো স্বীকার করানো হবে। অন্যদিকে মুমিনদের তাদের কাজের হিসাব দিতে হবে। ভালো কাজ ও খারাপ কাজের। তাদের কেউ কেউ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, যেমনটা হাদিসে বলা আছে ৭০ হাজার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এ ছাড়া মুমিনদের কারও কারও হিসাব সহজ হবে যার হিসাব সহজ হবে এবং সে বা তারা স্বজনদের কাছে প্রফুল্লচিত্তে ফিরে যাবে (সুরা আনশিকাক-৮-৯) মানে তাকে শুধু তার আমলনামা দেখানো হবে। তাকে শুধু তার আমলনামা জিজ্ঞাসা করা হবে। তার মানে প্রথম শ্রেণির মানুষের একটি সহজ হিসাব নেওয়া হবে সেটা হলো তাদের আমল প্রদর্শন করা হবে দ্বিতীয় শ্রেণির মানুষের ক্ষেত্রে তাদের জিজ্ঞাসা করা হবে। রসুল (সা.) বলেছেন, ‘যাকেই তার আমল বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেই শাস্তি পাবে (বুখারি ও মুসলিম)। এত সব ভয় ভোগান্তির পরে সেখানে থাকবে সিরাত সেটি জাহান্নামের ওপর প্রতিষ্ঠিত। সিরাত পুলসিরাত। পুলসিরাত হচ্ছে একটা রাস্তা বা সেতুর মতো যা ঠিক জাহান্নামের মাঝ বরাবর ওপর দিয়ে চলে গেছে। প্রত্যেক সৃষ্টিকে এই পুলসিরাত পার হতে হবে, যা চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো এবং উত্তপ্ত কয়লার চেয়ে গরম। মানুষ এটা পার হবে তার আমলের ওপর ভিত্তি করে। তাদের কেউ কেউ এটা আলোর গতিতে পার হবে, কেউ তাদের দেখতেই পাবে না, কেউ কেউ দ্রুতগামী ঘোড়ার বেগে পার হবে, কেউ কেউ উটের গতিতে, কেউ কেউ দৌড়িয়ে পার হবে, আবার কেউ কেউ হেঁটে হেঁটে, কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হবে এবং কেউ কেউ জাহান্নামে পড়ে যাবে।

তোমাদের রবের কসম। আমি তাদের অবশ্যই অবশ্যই প্রকত্রিত করব আর শয়তানদেরও। অতঃপর তাদের জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় অবশ্যই অবশ্যই হাজির করব। অতঃপর প্রত্যেক দল থেকে দয়াময়ের প্রতি সবচেয়ে অবাধ্যকে অবশ্যই টেনে বের করব আমি অবশ্যই ভালো করে জানি। তাদের মধ্যে কারা জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার সর্বাধিক উপযুক্ত। তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না। এটা তোমাদের রবের ফয়সালা বা অনিবার্য সিদ্ধান্ত (সুরা মারইয়াম-৬৮-৭১)। এটাই পুলসিরাত, সব মানুষকে জাহান্নামের ওপর দিয়ে যেতেই হবে। খুবই ভয়ংকর বিষয় এবং প্রত্যেকটা ভয় তার আগের ভয়ের চেয়ে বেশি তীব্র হবে। যখন মানুষ পুলসিরাত পার হয়ে যাবে তাদের কিসাসের জন্য দাঁড় করানো হবে। যেখানে কেউ কারও ওপর জুলুম করে থাকলে তার ক্ষতিপূরণ নেওয়া হবে। এভাবে তাদের শাস্তি দেওয়ার মাধ্যমে পবিত্র করা হবে। অতঃপর তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আল্লাহ সুবহানুতায়ালা আমাদের বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

সর্বশেষ খবর