সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে

নাশকতায় জড়িতদের শাস্তি হোক

মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজটের নগরী ঢাকার নাগরিকদের জন্য যে স্বস্তি বয়ে এনেছিল তা কেড়ে নিয়েছে সন্ত্রাসের তান্ডব। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে একাত্তরের পরাজিত শক্তির বংশবদরা পরিকল্পিতভাবে জাতীয় সম্পদ ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল। কোটা সংস্কার সর্বস্তরের ছাত্রদের সমর্থনধন্য আন্দোলন হলেও এর সঙ্গে জ্বালাও-পোড়াও, লুটপাটের কোনো সম্পর্ক ছিল না। তার সুস্পষ্ট প্রমাণ গত শনিবার ঢাকা মেডিকেলে সহিংসতার ঘটনায় চিকিৎসাধীন ১৫৯ জনের মধ্যে মাত্র দুজন শিক্ষার্থী। শনিবার ৮৫ জন হাসপাতাল ছাড়েন। তাদের মধ্যে মাত্র চারজন শিক্ষার্থী। কারফিউ শিথিল ও জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসার পর্যায়ে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় রাজধানীজুড়ে যানজট দেখা দিয়েছে। যাত্রীদের যানজট থেকে রেহাই দিয়ে স্বল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছে দিত মেট্রোরেল। আর শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অবিশ্বাস্য কম সময়ের মধ্যে যানবাহন পৌঁছানোর স্বপ্ন বাস্তব করেছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে নাশকতাকারীরা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর হামলা চালায়। তাদের বিনাশী থাবায় মেট্রো ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যাপক ক্ষতি হয়। ফলে এ দুটি গণমুখী সেবা কার্যক্রম আপাতত বন্ধ। কবে নাগাদ আবার এগুলো চালু হবে সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো নিশ্চিত হতে পারেননি। যোগাযোগব্যবস্থায় চালু হওয়া যুগান্তকারী এই দুই মাধ্যম চালুর আগে নগরজীবন যেমন থমকে ছিল, এগুলো বন্ধ হওয়ার পর আবারও ঢাকার রাজপথ যানজটে স্থবির হয়ে পড়েছে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ঢাকাবাসীও উপলব্ধি করছেন, এগুলোর কারণে তারা কতটা গতিশীল হয়েছেন। তবে এ দুটি যোগাযোগমাধ্যমের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছেন। আশা করা যায়, সম্ভাব্য কম সময়ের মধ্যে চালু হবে মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে। আমরা আশা করব কোটা সংস্কার আন্দোলনের নামে যেসব ভাড়াটে সন্ত্রাসী জাতীয় সম্পদ ধ্বংসযজ্ঞে মাঠে নেমেছিল তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। তবে কোনো ক্ষেত্রেই নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও নিশ্চিত করা দরকার।

সর্বশেষ খবর