সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সম্রাট বাবর

মুঘল সম্রাটদের মধ্যে আকবর বা শাহজাহানের নামই সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে। ইতিহাসবিদদের মতে, সংস্কৃতি, সাহসিকতা আর সেনা পরিচালনায় বাবর নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। যদি বাবর ভারতে না আসতেন, তাহলে এই দেশের সংস্কৃতি হয়তো এতটা বিচিত্র হওয়ার সুযোগ পেত না। ভাষা, সংগীত, চিত্রকলা, স্থাপত্য, পোশাক অথবা খাবার-দাবার- প্রতিটা বিষয়েই মুঘলদের অবদান। সম্রাট বাবর হচ্ছেন পৃথিবীর প্রথম শাসক, যিনি নিজের আত্মজীবনী লিখেছেন। ‘বাবরনামা’-তে তাঁর জীবনের সাফল্য আর ব্যর্থতা- দুইয়ের বিস্তারিত বিবরণ রয়েছে। তুর্কি ভাষায় কবিতা লিখতেন বাবর। বাবরনামায় ব্যবহৃত বেশকিছু শব্দ এখন ভারতবর্ষের প্রতিদিনের ভাষার অঙ্গ হয়ে গেছে। যেমন ‘ময়দান’ শব্দটা তাঁর জীবনীতেই প্রথমবার দেখা যায়। সেভাবেই অনেক তুর্কি আর ফার্সি শব্দ ভারতীয়দের মুখের ভাষায় ঢুকে গেছে।

সর্বশেষ খবর