শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ছাত্র-জনতার বিজয়

হাতছাড়া যেন না হয় কোনোভাবেই

ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান এখন শুধু বাংলাদেশ নয়, দুনিয়াজুড়েই আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। মুক্ত বিশ্বে অভিনন্দিত হয়েছে মহিমান্বিত এ বিজয়। তবে এ বিজয়কে নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছে ষড়যন্ত্রকারীরা। তারা ছাত্র-জনতার বিজয় এবং পতিত স্বৈরাচারের দিক থেকে গণমানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য সহিংসতায় মেতে উঠেছে। বিনষ্ট করছে স্থাবর-অস্থাবর সম্পদ। অন্তর্বর্তী সরকারপ্রধান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দলমতনির্বিশেষে সবার উদ্দেশে বলেছেন, সব ধরনের সহিংসতা থেকে দূরে থাকতে হবে। কোনো ভুলের জন্য অর্জিত বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। অন্তর্বর্তী সরকারকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছেন দেশের ব্যবসায়ী সম্প্রদায়। যাদের দ্বিখণ্ডি হিসেবে ব্যবহার করেছে গত পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসকরা। ছাত্র-জনতার এক দফা আন্দোলনের বিজয়ে দেশবাসীর মতো ব্যবসায়ী সম্প্রদায়ও জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন। এখন থেকে আর তাদের কর্তৃত্ববাদের হুকুম তামিল করতে হবে না। ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, এমসিসিআই, বাজুস, আইসিসিবি ইতোমধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনকে স্বাগত জানিয়েছে। ব্যবসায়ী সম্প্রদায়ের আশা, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় অর্থনীতিকে সুস্থধারায় নিয়ে যেতে সক্ষম হবে। অর্থনীতি পুুনরুদ্ধার ও জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সংগঠনগুলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় প্রকাশ করেছে। ব্যবসায়ীদের আশাবাদ, ড. মুহাম্মদ ইউনূস যেহেতু একজন বিশ্বনন্দিত অর্থনীতিবিদ সেহেতু অর্থনীতি পুনর্গঠনে তিনি সঠিক পথে এগোতে সক্ষম হবেন। বিশ্বজুড়ে তাঁর যে উজ্জ্বল ভাবমূর্তি তা দেশে গণতন্ত্র ও আইনের শাসনের পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতেও ভূমিকা রাখবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। এক মাসের বেশি সময় ধরে চলমান অস্থির অবস্থা দেশের ব্যবসা-বাণিজ্যের সমূহ ক্ষতি করেছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সরকারকে বাণিজ্যবান্ধব ভূমিকা পালন করতে হবে। অর্থ পাচার ও ঋণখেলাপিদের বিরুদ্ধে হতে হবে কঠোর।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর