সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচন

প্রধান উপদেষ্টার সুস্পষ্ট অঙ্গীকার

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভার্চুয়ালি বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস সুষ্ঠু নির্বাচন সম্পর্কে তার প্রতিশ্রুতিবদ্ধ অবস্থান স্পষ্ট করেছেন। দায়িত্ব হাতে নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এটিই প্রথম কোনো বহুপক্ষীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। স্পষ্টভাবে বলেছেন, এখন তাদের কাজ নির্বাচনি ব্যবস্থা, বিচারব্যবস্থা, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করা। যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হবে। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রীসহ গ্লোবাল সামিটে অংশ নেওয়া নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলা হয়, অন্যথায় তারা গুরুত্বপূর্র্ণ কিছু মিস করতে পারেন। ঢাকার বেশির ভাগ অংশ বিশ্বের গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়েছে। তরুণ শিক্ষার্থী এবং শিশুরা ৪০০ বছরের পুরনো এই শহরের দেয়ালে ‘নতুন গণতান্ত্রিক’ বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলছেন। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য বাংলাদেশের ছাত্ররা প্রাণ দিয়েছিলেন। এটি সারা বিশ্বে মাতৃভাষায় কথা বলার অধিকারকে অনুপ্রাণিত করেছিল। সাত দশক পর ছাত্রদের নেতৃত্বে দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার, মর্যাদা, সমতা এবং অংশীদারিমূলক সমৃদ্ধির জন্য তাদের কণ্ঠস্বর উত্থাপন করতে গ্লোবাল সাউথের যুবকদের অনুপ্রাণিত করছে। সবচেয়ে ‘বয়স্ক তরুণ’ হিসেবে এই বিপ্লবে অংশগ্রহণ এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পেরে তিনি সম্মানিতবোধ করছেন। পরিবেশগত ও সামাজিক সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা গড়ে তুলতে গ্লোবাল সাউথের নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সরকারপ্রধান। নয়াদিল্লিতে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ নতুন বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী ভারতসহ সবাইকে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর ফলে দ্বিপক্ষীয় সহযোগিতার পথ উন্মোচন হবে। সরকার পর্যায়ের বন্ধুত্বের বদলে দুই দেশের জনগণের বন্ধুত্ব নিশ্চিতকরণে অবদান রাখবে।

সর্বশেষ খবর