শেষ পর্যন্ত ঢাকা মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট কোর্টের লোহার গারদ অপসারণ করা হলো। বৈষম্যবিরোধী আন্দোলনের এ এক ঐতিহাসিক সাফল্য। সেই ব্রিটিশ আমল থেকে গারদের ব্যবস্থা, পরাধীন দেশের মানুষের পশুর মর্যাদাও ছিল না। চিড়িয়াখানায় লোহার গারদে হিংস্র পশুদের রাখা হয়। সভ্যসমাজে কীভাবে বিচারালয়ে এমন ব্যবস্থা এতকাল চলে এসেছে বুঝে উঠতে পারিনি। যাদের কোর্ট-কাচারিতে যাতায়াত নেই তাদের বুঝতে…