বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বন্যা পুনর্বাসন

ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে

লড়াকু জাতি হিসেবে পদ্মা-মেঘনা-যমুনা-বুড়িগঙ্গা পাড়ের মানুষের পরিচিতি দুনিয়াজুড়ে। প্রাকৃতিক দুর্যোগ বিশেষত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা মোকাবিলায় বাংলাদেশকে আইকন ভাবা হয় যুক্তরাষ্ট্রের মতো দুনিয়ার সবচেয়ে উন্নত দেশেও। এবারের বন্যা অবর্ণনীয় ক্ষয়ক্ষতি ডেকে এনেছে অর্ধকোটি মানুষের জন্য। কিন্তু বন্যা মোকাবিলায় যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা এক বিরাট অর্জন। গত দেড় দশকে যেসব প্রাকৃতিক দুর্যোগ দেশের বিভিন্ন জনপদে আঘাত হেনেছে তার প্রতিটিতেই সরকারি ত্রাণ তৎপরতা ছিল দুর্গতদের জন্য ভরসা। রাজনৈতিক নেতারা ব্যক্তিগতভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন কোথাও কোথাও। তবে সে অবদান কতটা মানবিক আর কতটা রাজনৈতিক ফায়দার জন্য তা নিয়ে সংশয়ের অবকাশ রয়েছে। বন্যা উপদ্রুত বেশির ভাগ এলাকায় ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে। বন্যায় বিপর্যয়কর অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে মানুষ। অনেকেরই ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সহায়-সম্বল হারিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তুলনামূলক সচ্ছলরাও। বন্যার পানি নামতে শুরু করায় জেগে উঠছে ক্ষত। বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকে। ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াইয়ের মুখোমুখি লাখ লাখ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে, চলমান বন্যায় ১১ জেলা ৫৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গেছেন ২৭ জন। ত্রাণ উপদেষ্টার মতে, অধিকাংশ এলাকায় পানি নেমে যাচ্ছে। যেসব এলাকায় নতুন করে প্লাবিত হচ্ছে সেগুলোর পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা যায়। ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবা ও মানুষের উদ্যম সরকারকে শক্তি জোগাচ্ছে।’ আমরা এ কলামে ইতিপূর্বেও বলেছি, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ যত ক্ষয়ক্ষতি বয়ে আনুক না কেন, বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে সে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেই অস্তিত্ব টিকিয়ে রেখেছে। বন্যা পুনর্বাসনে ও জাতিকে ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর