সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

সংসদ নির্বাচন

যৌক্তিক সময়ে অনুষ্ঠানের প্রতিশ্রুতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার দেশের রাজনৈতিক দলগুলোর একাংশের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ২ হাজারেরও বেশি দাবি ও প্রস্তাবনা পেশ করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক চলে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। স্মর্তব্য, গত বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠকে সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেওয়া হয়। ওই দিনই উপদেষ্টা পরিষদের বৈঠকে সংলাপের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবারের সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে আছে দুবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে লুটেরা দুর্নীতিবাজদের ‘বিশেষ ট্রাইব্যুনালে’ দ্রুত বিচার। সংবিধান সংশোধন করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, দেশকে ৫-৬টি প্রদেশে বিভক্ত করে ফেডারেল কাঠামোর শাসনব্যবস্থা চালু করা, প্রত্যেক বিভাগে হাই কোর্ট স্থাপন, পাচার করা অর্থ ফেরত আনার ব্যবস্থা, ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা। গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ২০ বছরের জন্য নিষিদ্ধ। নির্বাচন কমিশনকে সংস্কার, পুনর্গঠন, প্রশাসনিক ও ব্যাংক ব্যবস্থার সংস্কার, শিক্ষা ও আইনি ব্যবস্থার সংস্কার করা। আসনভিত্তিক বিজয়ী সংসদ সদস্যদের বাইরে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগ, পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করা, কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রণয়ন না করা। ছাত্র আন্দোলনের সব শহীদ পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং যোগ্যতা অনুযায়ী পরিবারের একজন সদস্যকে চাকরি এবং হত্যা-গুম-দুর্নীতি সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ ইত্যাদি। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বৈঠকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়েই নির্বাচন হবে।

সর্বশেষ খবর