শিরোনাম
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

উচ্চশিক্ষায় বিশৃঙ্খলা

হযবরল অবস্থার উত্তরণ জরুরি

শিক্ষাঙ্গনের সার্বিক শৃঙ্খলা এখনো ফেরেনি। গত জুনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে উচ্চশিক্ষার বিদ্যাপীঠে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যায়। এরপরই শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নিয়ে সরকারের পতন ঘটায়। জুলাই বিপ্লবের বিজয়ও এক মাস ছুঁলো। এর মধ্যে  স্কুল-কলেজে ক্লাস চালু হলেও বিশ্ববিদ্যালয়গুলোয় এখনো হয়নি। দুই মাসের বেশি সময় ধরে স্থবির বিশ্ববিদ্যালয়গুলো। জট বাঁধছে সেশনজটের। ক্লাস-পরীক্ষা শুরু করতে শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছেন। কিন্তু ফললাভ হয়নি, কারণ প্রশাসনে চলছে চরম নৈরাজ্য। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষপদে নিয়োগ দলীয় করা হয়েছিল। সরকার পতনের পর তাই পদত্যাগের হিড়িক পড়ে। বর্তমানে দেশের প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার নেই। স্বভাবতই প্রাত্যহিকতায় ফেরেনি বিশ্ববিদ্যালয়।  তদারক সংস্থা ইউজিসিও নেতৃত্বশূন্য। একজন নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। অভিযোগ, সেখানে এখন বিএনপিপন্থি বলে দাবি করা কর্মকর্তা-কর্মচারীদের দৌরাত্ম্য। তারা কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। ইউজিসির বিশৃঙ্খলায় বিশ্ববিদ্যালয়গুলোর স্থবিরতা কাটছে না। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আক্ষেপ করে বলেছেন, শীর্ষ শিক্ষাঙ্গনের উচ্চপদে নিয়োগ এতটাই দলীয় করা হয়েছিল যে, শূন্যপদ পূরণে উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না। শিক্ষাগত যোগ্যতা, প্রশাসনিক দক্ষতা এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য মানুষ যে নেই, তা নয়। কিন্তু দীর্ঘ বঞ্চনায় তারা প্রচার ও পরিচিতির পাদপ্রদীপের আড়ালে পড়ে গেছেন। দলীয় নিয়োগের সংস্কৃতি তাদের হতাশ, হতোদ্যম ও অনাগ্রহী করে তুলেছে। এই হতাশাজনক অবস্থায় উচ্চশিক্ষার প্রশাসনে ব্যাপক সংস্কার প্রয়োজন। নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক, আদর্শবান সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের দায়িত্ব দিয়ে এবং তাদের ক্ষমতায়ন ও সহযোগিতা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন এ ক্ষেত্রে আবার যেন অনিয়ম ও অরাজকতার জাল বিছাতে না পারে সে ব্যবস্থা পাকাপোক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য-উপাচার্য পদের মর্যাদা ফিরিয়ে আনতে হবে দৃঢ়তার সঙ্গে। শক্ত হাতে শিক্ষা-শৃঙ্খলার দৃঢ় ভিত্তি রচনা করতে হবে। এ মুহূর্তে এটা অত্যন্ত জরুরি ও কাম্য।

সর্বশেষ খবর