শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

গণঅভ্যুত্থানের অর্জন

দেশ আমার ভাবছে জনগণ

জুলাই গণঅভ্যুত্থান তথা দ্বিতীয় স্বাধীনতার মাস পূর্তিতে দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে দেওয়া বার্তায় প্রধান উপদেষ্টা দ্বিতীয় স্বাধীনতা তথা ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য জীবনদানকারী শত শত ছাত্র ও সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বলেন, দেশ পরিচালনার দায়িত্ব হাতে নিয়েই বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে সংস্কার কাজ শুরু করা হয়েছে। জুলাই ও আগস্টের হত্যাকান্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন পরিচালনার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠনকল্পে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। বিপ্লবের সময় গুরুতর আহত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হয়েছে। গুম হওয়ার দুর্ভাগ্য থেকে নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সরকার সর্বস্তরে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে অংশীজনদের সঙ্গে কথা বলছে। কর্তৃত্ববাদী শাসন পতনের এক মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠার যে অঙ্গীকার করেছেন তাতে দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাক্সক্ষাই প্রতিফলিত হয়েছে। জুলাই-আগস্ট বিপ্লবের ফসল অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো দেশবাসীর কাছে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়া। দেশ আমাদের, এ উপলব্ধি সব প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে জাতিকে সহায়তা করবে। যা দেশ পুনর্গঠনের হাতিয়ার বলে বিবেচিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর