সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জাতিসংঘে ড. ইউনূস

নতুন বাংলাদেশের গল্প শুনবে বিশ্ব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্কে পৌঁছবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছরই বিশ্বনেতাদের মিলনমেলায় পরিণত হয়। সরকারপ্রধান হিসেবে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবারই প্রথম এ অধিবেশনে যোগ দিচ্ছেন। এ বছর বাংলাদেশের জাতিসংঘের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি হবে। জাতিসংঘ ভুক্তির রজতজয়ন্তী বিশেষভাবে পালন করবে বাংলাদেশ। যার মধ্যমণি হয়ে উঠবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। জাতিসংঘে উপস্থিত সব সরকার ও রাষ্ট্রপ্রধানকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ মিশন আশা করছে, ৫০টি দেশের সরকারপ্রধান বা তাদের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে যোগ দেবেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এতে উপস্থিত থাকবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর নিউইয়র্কে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের জন্য সেখানে অবস্থানকালে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন সাধারণ পরিষদের বৈঠকে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বনেতাদের সম্পর্ক অনেক আগে থেকেই। সামাজিক ব্যবসা নিয়ে দুনিয়ায় তোলপাড় তুলেছেন এই নোবেল লরিয়েট। তাঁর বক্তব্য শুনতে অধীর আগ্রহে থাকেন বিশ্বনেতারা। বিভিন্ন দেশের পাঠ্যসূচিতেও তাঁর চিন্তাদর্শন ঠাঁই পেয়েছে। জাতিসংঘে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মোড়লদের তিনি শোনাবেন নতুন বাংলাদেশ এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কাহিনি। বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন রাষ্ট্র মেরামতে তাঁর সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম। বিশ্ববাসী জানবে এক নতুন বাংলাদেশকে। যারা গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে অঙ্গীকারবদ্ধ। মুক্তিযুদ্ধ বাংলাদেশকে পরিচিত করেছে জগৎজুড়ে। যে মহান যুদ্ধের লক্ষ্য ছিল গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। দুর্ভাগ্যের বিষয়, সে পথ থেকে সরে আসার কারণেই  বাংলাদেশ ভাবমূর্তির সংকটে পড়ে বিশ্বপরিসরে। দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বাসা বাঁধে সব ক্ষেত্রে। তা থেকে উত্তরণে জুলাই বিপ্লবের গল্প তিনি জানাবেন এবার বিশ্ববাসীকে।

সর্বশেষ খবর