পলিটেকনিক ছাত্ররা তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন। তারা সাফ সাফ বলে দিয়েছেন, এ সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে লংমার্চ করা হবে। রাজধানীর শেরেবাংলা নগরে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে শিক্ষার্থীদের একাংশ কাফনের কাপড় পরে অংশ নেয়। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গত বুধবার যানজটের ভোগান্তিতে পড়ে রাজধানীর লাখ লাখ মানুষ। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন ‘রাইজ ইন রেড’। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাই কোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণে গত রবিবার তারা ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে সমবেত হন দলে দলে। মহাসমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। বলা হয়, তাদের আন্দোলন যৌক্তিক হলেও তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছে না। সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে, তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। শিগগিরই পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। রবিবার ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন। সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দেশের অন্যান্য স্থানেও তারা ছয় দফা দাবি আদায়ে সমাবেশ করেছেন। আমাদের মতে, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে কোনো যৌক্তিক বিষয় থাকলে তা মেনে নেওয়া উচিত। তবে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বদলে আন্দোলনের মাধ্যমে তা প্রত্যাহার দাবি নিঃসন্দেহে উদ্বেগজনক। এ প্রবণতা বিচারব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। আন্দোলন সভা-সমাবেশ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে অন্যদের পথ চলাচলের অধিকার ক্ষুণ্ন হোক তা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- ২০ বছর পর স্বীকৃতি পেল ‘থ্রি ইডিয়টস’ এর সেই বিখ্যাত স্কুল
- গ্রিনল্যান্ড কখনোই ‘ক্রয়যোগ্য সম্পত্তি’ হবে না, ট্রাম্পের হুমকির পর নিলসেন
- চুয়াডাঙ্গায় লিগ্যাল এইড দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- ট্রাম্পের প্রথম ১০০ দিন : ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
- আবারও ভারত-পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- টানা তৃতীয়বার ফাইনালে ম্যানচেস্টার সিটি
- টটেনহামকে গুড়িয়ে লিগ চ্যাম্পিয়ন লিভারপুল
- প্রতিপক্ষের মাঠে টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে বেঙ্গালুরু
- শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড
- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
- ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
- ইয়েমেনে আটক ইসরায়েলি জাহাজে হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান
- দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আসিফ মাহমুদ
- শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
- ফ্যাসিস্ট সরকার আমাদের পরনির্ভরশীল করে রেখেছিল : শেখ বশিরউদ্দীন
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৪
- বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’
- পল্লবীর চিহ্নিত দুই সন্ত্রাসী অস্ত্র-গুলিসহ গ্রেফতার
- রাজধানীতে প্রাইভেট কারে এসে ছিনতাই, টেনেহিঁচড়ে নিয়ে গেল নারীকে
পলিটেকনিক আন্দোলন
জনভোগান্তি কাম্য নয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর